নতুন বছর পড়তে না পড়তেই একের পর এক সিনেমার ঘোষণা করছেন সাংসদ অভিনেতা দেব (Dev)। জন্মদিনে নিজের ৫০ তম ছবির ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র (BAD) পোস্টার প্রকাশ্যে এনেছিলেন, নববর্ষে জানিয়েছেন ‘খাদান ২’ও ‘টনিক ২’ আসছে। আর এবার বছরে দ্বিতীয় দিনে সব থেকে বড় চমক দিলেন সোশ্যাল মিডিয়ায়। জানালেন তাঁর ৫১-তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। অর্থাৎ প্রায় এক দশক পর আবার শ্যুটিং সেটে দেব-শুভশ্রী। শুক্রবার অভিনেতার ফেসবুক থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়, সেখানে ‘ধূমকেতু’র প্রোমোশন্যাল ইভেন্টের ঝলক মিলেছে। রয়েছে পরস্পরকে আলিঙ্গনের মুহূর্ত। ক্যাপশনে লেখা, ‘এই দুর্গাপুজোয় তামপাত্রা বাড়তে চলেছে। তৈরি থাকুন থ্রিল আর হৃদয়গ্রাহী রোম্যান্স এবং রসায়নের জন্য, যা আপনারা সর্বদা পছন্দ করেছেন’।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তির জন্য দূরত্ব ভুলে কাছাকাছি এসেছিলেন দর্শকের প্রিয় ‘দেশু’ (Desu)জুটি। তারপর সুপারস্টার অভিনেতার কিছু মন্তব্যে অপমানিত বোধ করেন নায়িকা। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে দুজনকে মুখোমুখি দেখা যায়। শোনা যায় অভিমানের বরফ নাকি গলতে শুরু করেছেন। খবর যে মিথ্যে নয়, তার প্রমাণ মিলল দেবের নতুন পোস্টে। সিনেমার নাম বা কবে থেকে শ্যুটিং শুরু সে বিষয়ে কিছু জানা যায়নি। টলিপাড়ার স্ক্রিনিং কমিটিকে সমর্থন না করায় দেবের (Dev)ছবি মুক্তি নিয়ে সাময়িক ধোঁয়াশা তৈরি হয় ফ্যানেদের মনে। কিন্তু যেভাবে একের পর এক সিনেমার ঘোষণা করছেন অভিনেতা, তাতে চলতি বছরে এটাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের নতুন স্ট্রাটেজি বলে মনে করছেন অনেকেই।

–
–

–

–

–

–

–

–


