চলে গেলেন শতায়ু দানশীল মহাত্মা চুনীলাল পাল (Chunilal Paul)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর। এক কথায় তিনি ছিলেন দানের সাগর। মৃত্যুর আগে সেন্ট জন অ্যাম্বুল্যান্সের শরৎ ব্রহ্মচারী অ্যাম্বুল্যান্স ডিভিশনকে তাঁর বসতবাড়ি-সহ কসবার কুমার পাড়ার সব জমি দান করেছেন। এছাড়াও
কসবা বালিকা বিদ্যালয়
কসবা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়
ভারত সেবাশ্রম সংঘ
রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান
বিভিন্ন জায়গায় দান করেছেন তিনি। পাশাপাশি নিজের এবং কর্মস্থলে ও আরও অনেক প্রতিষ্ঠানে তাঁর দানের পরিমাণ অপরিসীম। এই মহাত্মা স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।

এদিন চুনীলাল পালের (Chunilal Paul) কসবা কুমোর পাড়ার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়।

–
–

–

–

–

–

–



