বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগ। ধৃত এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। পূর্ব মেদিনীপুর (East Mednipur) জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, এগরায় ১ নম্বর খতিয়ানের জায়গা অবৈধভাবে হস্তান্তর করার জন্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ (Police)।

অভিযোগ, এগরা পুর এলাকার ১নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করেন চেয়ারম্যান স্বপন নায়ক (Swapan Nayak)। তার ভিত্তিতে ২০ ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। সেই অভিযোগের ভিত্তিতেই এগরা পুলিশ শুক্রবার রাতে কলকাতা (Kolkata) থেকে স্বপন নায়ককে গ্রেফতার করে।

সম্প্রতি এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে (Swapan Nayak) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মাধ্যমে নির্দেশ পাঠায়। দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদে আসীন থাকেন স্বপন নায়েক। পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের ৬জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনে। কিন্তু স্বপন নায়েক তৃণমূলের প্রতীকে জয়লাভ করার পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজের চেয়ারে বসে থাকার মরিয়া চেষ্টা চালান বলে অভিযোগ। এবার বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে।
–

–

–

–

–

–

–


