Monday, January 5, 2026

ভোটার পরিষেবা আরও সহজ করতে উদ্যোগ! ‘ইসিআই নেট’ অ্যাপ ঢেলে সাজাচ্ছে কমিশন

Date:

Share post:

ভোটার পরিষেবাকে আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ‘ইসিআই নেট’ অ্যাপকে নতুন রূপে সাজাচ্ছে নির্বাচন কমিশন। তার আগে নাগরিকদের কাছ থেকেই সরাসরি মতামত জানতে চেয়েছে কমিশন। ভোটারদের ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে ‘সাবমিট আ সাজেশন’ অপশনের মাধ্যমে আগামী ১০ জানুয়ারির মধ্যে নিজেদের পরামর্শ জানানোর অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসিআই নেট অ্যাপের ট্রায়াল ভার্সনে ইতিমধ্যেই একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে ভোটার পরিষেবা আরও উন্নত হবে বলেই আশা কমিশনের। পাশাপাশি ভোটের হার সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়ার সুযোগ মিলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই ইনডেক্স কার্ড প্রকাশের সুবিধাও থাকছে, যা এতদিন সম্পন্ন হতে সপ্তাহ কিংবা কখনও মাসও লেগে যেত।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ এবং সাম্প্রতিক উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে এই অ্যাপ ব্যবহার করা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বিভিন্ন দিক খতিয়ে দেখে অ্যাপটির কাঠামো আরও উন্নত করা হচ্ছে। কমিশনের দাবি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও, অবজারভার এবং মাঠপর্যায়ের আধিকারিকদের কাছ থেকে পাওয়া মতামতের উপর ভিত্তি করেই ইসিআই নেট প্ল্যাটফর্মকে ধারাবাহিকভাবে আধুনিক করা হয়েছে।

এ বার সেই প্রক্রিয়ায় নাগরিকদের মতামতকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কমিশন। ভোটারদের দেওয়া পরামর্শ বিশ্লেষণ করে অ্যাপটিকে আরও ব্যবহারবান্ধব ও কার্যকর করে তোলার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের মধ্যেই ইসিআই নেট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, ইসিআই নেট অ্যাপের মাধ্যমে এতদিন আলাদা আলাদা থাকা প্রায় ৪০টি নির্বাচন সংক্রান্ত অ্যাপ ও ওয়েবসাইটকে এক ছাতার তলায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোটার হেল্পলাইন অ্যাপ, সিভিজিল, সক্ষম, ভোটের হার সংক্রান্ত অ্যাপ এবং ‘নো ইউর ক্যান্ডিডেট’-সহ একাধিক পরিষেবা। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর—দু’জায়গা থেকেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন- বুক চাপড়ে বলুন আমি সনাতনী: অতি-বাম মিঠুনের মুখে রাম আর ‘সিপিএম’!

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই সরকারি ভাবে পদত্যাগ অনিকেত মাহাতের

আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন সভাপতি পদ ছাড়বেন অনিকেত মাহাত। সোমবার কার্যত সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য...

কলকাতায় রাস্তায় চলবে ব্রিটিশ আমলের গাড়ি, কীভাবে-কোথায় দেখতে পাবেন?

শীতের  কলকাতার অন্যতম আকর্ষণ কলকাতায় ভিন্টেজ ও ক্লাসিকাল কার র‍্যালি (Vintage Car Rally)। আগামী রবিবার মহানগরের রাজপথে দেখা...

গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীকে দেখে “জয় বাংলা” নাগা সাধুদের মুখে!

তাঁর আমলে গঙ্গাসাগরের প্রভূত উন্নতি হয়েছে। বারবার সেখানে যান পুণ্যার্থীরা। সোমবার, গঙ্গাসাগর সেতুর (Gangasagar Bridge) শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী...

‘দলের প্রয়োজনে…’ লিখলেন মুস্তাফিজুর, বাংলাদেশ বিতর্কে মুখ খুললেন কপিল-কীর্তিরা

রেকর্ড দামে আইপিএল(IPL) নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর(KKR)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মুস্তাফিজুরকে (Mustafijur Rahaman) দল থেকে ছেড়ে...