কদিন আগেই বাংলার সঙ্গীত শিল্পীর হেনস্থা নিয়ে গেল গেল রব তুলেছিল রাজ্য বিজেপি নেতারা। এখনও অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তী বাংলায় বিজেপির প্রচার চালাতে সঙ্গীত শিল্পীর হেনস্থাকে হাতিয়ার করার পথ খুঁজছেন। আদতে শিল্পী যদিও বিজেপি নেতাদের সমর্থনের প্রত্যাশা করেননি সেই সময়ে। তবে বিজেপির হাতে কীভাবে হেনস্থার শিকার শিল্পীরা, তা নজির দেশজুড়ে রয়েছে। তাতে নতুন সংযোজন এবার বাংলার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের দুই খ্যাতনামা সঙ্গীত শিল্পীর চূড়ান্ত হয়রানি শিল্পীরাই তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। বালুরঘাটে শিল্পীদের উপর উগ্র বিজেপি সমর্থকদের হামলা নিয়ে মুখে কুলুপ রাজ্য বিজেপি নেতাদের।

বর্ষবরণের রাতে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) সাংসদ ক্ষেত্র এলাকায় বালুরঘাটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বলিউড শিল্পী সাচেত টেন্ডন (Sachet Tandon) ও পরম্পরা ঠাকুর (Parampara Thakur)। অনুষ্ঠান শেষে শিল্পীরা যখন নিজেদের গাড়িতে বেরোচ্ছিলেন হঠাৎই একদন উন্মত্ত জনতা ঘিরে ধরে তাঁদের গাড়ি। উচ্ছৃঙ্খল আচরণ দেখেও শান্ত থাকার চেষ্টা করেন দুই শিল্পী। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের গাড়ির পিছনের কাঁচে আছড়ে পড়ে জোরালো ধাক্কা। কাঁচ ভেঙে সেই কাঁচের টুকরো তাঁদের শরীরে আঘাত করলে ভয় পেয়ে যান শিল্পীরা।

আরও পড়ুন : পরিষেবায় একই ‘ভুল’: গুজরাটে শাহর সাংসদক্ষেত্র এলাকায় জল খেয়ে হাসপাতালে শতাধিক
এই অনুষ্ঠানেই মঞ্চে সাচেত (Sachet Tandon) ও পরম্পরার (Parampara Thakur) সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। মঞ্চে শিল্পীদের সঙ্গে কথা বলে তিনি চলে গেলেও আদতে যে কর্মী সমর্থকদের রেখে গিয়েছিলেন, তাঁদের হাতে কতটা নিরাপত্তাহীন সঙ্গীত শিল্পীরা প্রমাণ করল বর্ষবরণের রাত। বিজেপির হুলিগানদের দৌরাত্ম্যে কার্যত পালাতে হল বলিউড শিল্পীদের।

–

–

–

–

–

–


