করণ জোহার (Karan Johar) পরিচালিত ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhi Gham) সিনেমার নস্টালজিয়া উসকে ফের বড়পর্দায় ফ্যামিলি ড্রামা। ২৫ বছর পর অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান (Shahrukh Khan), কাজল (Kajol) , হৃত্বিক রোশন, করিনা কাপুর অভিনীত কেথ্রিজির (K3G) সিক্যুয়েল আসতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, আগের সিনেমার মতোই একজোড়া নায়ক নায়িকা থাকবেন এই ছবিতে। কাস্টিং জল্পনায় মুখে কুলুপ এঁটেছেন পরিচালক মশাই।

বলিউডের জেন জি সিনেমার ভিড়ে আজও নয়ের দশকের মিষ্টি প্রেম কিংবা মিলেনিয়ালের ফ্যামিলি ড্রামার প্রতি দর্শকের আগ্রহ এতটুকু কমেনি। ধর্মা প্রোডাকশনের সিনেমা মানে একটা সময় শাহরুখ খানের (SRK) উপস্থিতি যেন ছিল বাধ্যতামূলক। সময় সঙ্গে সঙ্গে কিং খান নিজের অভিনয় ইমেজ বদলেছেন। কেথ্রিজির সিক্যুয়েল কি পুরনো শাহরুখ-কাজল কেমিস্ট্রি ফেরাবে, নাকি নস্টালজিয়াকে ফ্ল্যাশব্যাকে রেখে এই প্রজন্মের ভাবনা নিয়ে এবারের পারিবারিক মেলোড্রামা তৈরি করবেন করণ (KJ), তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলে খবর মিলেছে।

–
–

–

–

–

–

–

–


