নতুন বছরের শুরুটা একসঙ্গে করতে পারলেন না অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায় (Shreya Banerjee)। ডিসেম্বরেই আইনত বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁদের। তবুও টলিতারকার জীবনের গল্প নিয়ে ‘খবর’ হল না কেন? আসলে ছেলের কথা ভেবেই দীর্ঘদিনের দাম্পত্যে নিভৃতে ইতি টেনেছেন দুজনে। বিষয়টি জানাজানি হোক, সেটা কেউই চান নি। তবে সম্পর্কের রাশ আলগা হওয়ায় গত বছরের শেষ মাসেই খাতায়-কলমে আলাদা জয়জিৎ -শ্রেয়া।

বিনোদন জগতের (entertainment industry) অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমে চর্চা নতুন নয়। অনেক তারকা সেগুলোকে প্রশ্রয় দেন, অনেকে আবার পুরোপুরি এড়িয়ে যেতে চান। জয়জিৎ-শ্রেয়ার দূরত্বের কানাঘুষো অনেকদিন ধরেই চলছিল। মিউজিক কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী শ্রেয়ার সঙ্গে এক গায়কের নাম জড়ানো থেকে, অভিনেতার জীবনে উঠতি মডেলের আগমনের খবরে বারবার যুগলে আলাদা আলাদা ভাবে পরকীয়ায় বিদ্ধ হয়েছেন। তবে এবার পাকাপাকিভাবে বিচ্ছেদ করে ফেলেছেন তাঁরা। ছেলে অবশ্য রয়েছে জয়জিতের কাছে। তাঁকে নিয়ে বছরের শেষে ঘুরতেও গেছিলেন। প্রিয় এগিয়ে যেতে চান নিজের জীবনে। দুজনের সম্মতিতেই ব্যক্তিগত খবর অতি সন্তর্পনে রইল প্রচারের আড়ালে। আলাদা পথেই শুরু নতুন বছরের জীবন যাপন।

–
–

–

–

–

–

–

–


