Friday, January 9, 2026

অভিষেকের কপ্টার উড়তে বাধা DGCA-এর! সড়কপথেই বীরভূমে যেতে পারেন তৃণমূলের সেনাপতি

Date:

Share post:

বীরভূমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার জন্য নির্ধারিত কপ্টার উড়তে বাধা DGCA-এর। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সড়কপথেই বীরভূম যাবেন অভিষেক বলে দলীয় সূত্রে খবর।

রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কয়েক মাস আগেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক। বারুইপুর, আলিপুরদুয়ারের পর মঙ্গলবার বীরভূমে (Birbhum) জনসংযোগ কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিন রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে অভিষেকের মেগা জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। হেলিপ্যাড থেকে সোজা তারাপীঠ মন্দির (Tarapith Temple) পৌঁছনোর কথা ছিল অভিষেকের। সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সোনালি বিবির (Sonali Bibi) সঙ্গে দেখা করার কথা তাঁর।

এদিন বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল অভিষেকের চপারের। সেই মতো পৌঁছেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু DGCA ওড়ার অনুমতি দেয়নি। কী কারণে বাধা- তার কোনও কারণ দেখানো হয়নি। এরপরেই এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসকদল। তাদের অভিযোগ, তৃণমূলের সেনাপতির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতেই অনুমতি দেওয়া হয়নি।
আরও খবর: রাজীব কুমারের পরে DGP কে? UPSC-র নির্দেশে বেনজির জটিলতা

বাংলা বলার কারণে বাংলাদেশের পুশব্যাক করা হয়েছিল অন্তঃসত্ত্বা সোনালিকে। প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদ করেছে রাজ্যের শাসকদল। সোমবার, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এদিনের জনসভার আগেই তিনি রামপুরহাট হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল অভিষেকের।

দলীয় সূত্রে খবর, কপ্টারে যেতে না পেরে সড়ক পথে বীরভূম যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যত রাতই হোক সভা করবেন তিনি। রাতে থাকবেন বীরভূমেই।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...