Friday, January 9, 2026

আইএসএল নিয়ে জট কাটল, ঘোষিত হল লিগ শুরুর দিনক্ষণ

Date:

Share post:

অবশেষে শুরু হচ্ছে আইএসএল(ISL)।  মঙ্গলবার খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন।১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আসন্ন আইএসএল(ISL)। ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর।

এবার ১৪ দল লিগে অংশ নেবে। যে ১৪ টি দল এবারের আইএসএলে খেলবে তারা হল মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান, ইন্টার কাশি, মুম্বই সিটি, চেন্নাইয়িন, এসসি দিল্লি, বেঙ্গালুরু, নর্থ ইস্ট, জামশেদপুর, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স, ইন্টার কাশি এবং এফসি গোয়া।

সেই বৈঠকেই আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। তারপরই ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, “আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএসএল শুরু হবে। ১৪টি দলই খেলতে রাজি হয়েছে। এই লিগ থেকে আবারও আমরা বড় বড় ফুটবলার পাব বলেই আশা করা যায়।”

এর আগেই বলা হয়েছিল কাটতে চলেছে আইএসএল জট৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আগামী সপ্তাহেই ২০২৬ সালের আইএসএল-এর নির্ঘণ্ট ঘোষণা করা হবে৷ আজকের বৈঠকে সম্ভাব্য রোড ম্যাপ ক্লাব গুলোক জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। কিছু হোম ম্যাচ কিছু অ্যাওয়ে ম্যাচ হবে।

তবে লিগের স্পনসর বা ইনভেস্টর কারা সে বিষয়ে কোনও কিছু জানানো হয়নি ফেডারেশনের পক্ষ থেকে।  লিগ আয়োজনের মোট বাজেট হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে এআইএফএফ দেবে ৯ কোটি ৭৭ লক্ষ টাকা। বাকি টাকা ক্লাবগুলি দেবে। লিগের স্বার্থে প্রতিটি ক্লাবই ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে ১ কোটি টাকার কিছু বেশি দিতে রাজি হয়েছে।

সোমবার রাতে প্রতিটি আইএসএল ক্লাবকে আলাদা করে ফোন করেন এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে আলোচনাতে জট কাটল।

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...