Friday, January 9, 2026

T20 World Cup: ভারতেই খেলতে হবে, বাংলাদেশের দাবি খারিজ আইসিসির

Date:

Share post:

ভারত থেকে  টি-২০ বিশ্বকাপের( T20  World Cup) ম্যাচ সরানো সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন খারিজ করে দিল আইসিসি (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে হয় ভারতে খেলতে হবে বাংলাদেশকে (Bangladesh) নয়তো পয়েন্ট খোয়াতে হবে। যদিও বিসিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি এই বিষয়ে।

বিগত কয়েক বছরে ভারতে বিশ্বকাপ থাকলেও পাকিস্তানকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এবার সেই সমস্যা নাম বাংলাদেশ(Bangladesh )।  মুস্তাফিজুর রহমান ইস্যুর প্রভাব পড়েছে টি২০ বিশ্বকাপে।   ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি নিয়ে আইসিসির কাছে দরবার করে বাংলাদেশ। কিন্তু জানা গিয়েছে, পদ্মাপারের ক্রিকেট বোর্ডের দাবি খারিজ করে দিয়েছেন জয় শাহরা।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, কয়েকদিন আগে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে দেখা করে কথা বলেন বিসিসিআই কর্তারা। জানা যাচ্ছে, বিসিসিআই কর্তারা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অধিকার হাতছাড়া করতে নারাজ। বিসিসিআইয়ের যুক্তি শেষ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করতে হলে নানাবিধ লজিস্টিক‌্যাল ঝামেলার মুখে পড়তে হয়। যার প্রভাব গোটা টুর্নামেন্টে পড়বে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, টি-২০ বিশ্বকাপের নির্ধারিত সূচি ও ভেন্যু অপরিবর্তিত থাকবে। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট—কোনও কিছুই বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি।

সূত্রের দাবি,বিসিবিকে আইসিসি জানিয়ে দেয়—ভারতে খেলতে অস্বীকার করলে তার ভাল পরিণতি হবে না। এমনকী মাঠে না নামলে পয়েন্ট খোয়ানোর সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে , তারা এই মর্মে আইসিসির পক্ষ থেকে কোনও লিখিত বা আনুষ্ঠানিক চিঠি পায়নি। যদিও আইসিসির বার্তার পরই সুর নরম করেছে বাংলাদেশ। বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে,  টি২০ বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে চায়। এক্ষেত্রে আইসিসি’র সঙ্গে পেশাদারিভাবে ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যোগাযোগ রাখতে চায়। তবে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...