প্রতিহিংসার রাজনীতি শুরু বিজেপির। বৃহস্পতির সকালে কলকাতার তিন জায়গায় তল্লাশি অভিযানে দিল্লির ইডি (ED) অফিসাররা। বুধবার রাতে শহরে আসার পর আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে এদিন সাত সকালে আইপ্যাকের (IPAC) সল্টলেকের সেক্টর ফাইভের দফতরে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) লাউডন স্ট্রিটের বাড়িতেও তল্লাশি চলছে। হনুমান মন্দিরের কাছে একটি অফিসেও কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছে বলে খবর।


নতুন বছর পড়তে না পড়তেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তৃণমূল। রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রা করছেন দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর থেকে আলিপুরদুয়ার সর্বত্রই তাঁর জনসভায় উপচে পড়া ভিড়। বুধবার বিকেলে ইটাহারে অভিষেকের রোড শোতে জনপ্লাবনের ছবি ছড়িয়ে পড়তেই ভয় পেয়েছে বিজেপি। তাই কি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চক্রান্ত করে প্রতিহিংসার রাজনীতি শুরু? এদিন সকালে মহানগরীতে ইডি অভিযানের খবর আসতেই এমন কথাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

–
–

–

–

–

–

–

–


