ভারত-আমেরিকা (India-US Trade Deal) দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি তার কারণ নাকি মোদির ‘জেদ’! যার জেরে এখন বিশাল পরিমাণ শুল্কের বোঝা বইতে হচ্ছে দেশকে। সম্প্রতি এরকম অদ্ভুত অজুহাত দিয়েছেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তাঁর দাবি করেছেন, মোদির একটা ফোন না করাতেই নাকি ভেস্তে গিয়েছে আমেরিকা আর ভারতের নতুন বাণিজ্য চুক্তি।

হাওয়ার্ড লুটনিক একটি পডকাস্টে জানিয়েছেন, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফোন করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। কিন্তু তা করেননি মোদি। কিন্তু সেই ফোন আসেনি। ফলে বাণিজ্য চুক্তি করেনি আমেরিকা। রোষের বশে ট্রাম্প বর্তমানে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। বর্তমানে যার বোঝা বহন করতে হবে দেশকেই। আগামী দিনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর বিলে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প। তার ফলে ফের ভারতের উপর শুল্ক বসার সম্ভাবনা প্রবল। আরও পড়ুন: আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক কূটনীতিতে যেখানে ব্যক্তিগত যোগাযোগ ও সময়োচিত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেখানে কেন শেষ মুহূর্তে সেই উদ্যোগ নেওয়া হল না। সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিরোধী মহল এবং অর্থনৈতিক বিশ্লেষকরা একে কূটনৈতিক গাফিলতি বলেই দেখছেন।
–

–

–

–

–

–

–


