ক্রিকেট মাঠে ফের শোকের ছায়া। স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাচালীন মৃত্যু হল ক্রিকেটারের। মিজোরামের প্রাক্তন রঞ্জি ট্রফি ক্রিকেটার কে লালরেমরুয়াতা (Lalremruata Khiangte ) বুধবার একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে মাঠেই লুটিয়ে পড়েন। মাঠের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে ভেঙ্গনুয়াই রাইডার্স সিসি এবং চানপুই আইএলএমওভি সিসির মধ্যে একটি ম্যাচ চলাকালীন মৃত্যুর ঘটনাটি ঘটে। খেলা চলাকালীন লালরেমরুয়াতা মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। মাঠেই তাঁর শ্রশ্রুষা হয়, কিন্তু তাতেও ক্রিকেটারকে বাঁচানো যায়নি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

লালরেমরুয়াতা (Lalremruata Khiangte )দীর্ঘদিন ধরে মিজোরাম ক্রিকেটের সঙ্গে যুক্ত। দু’বার রাজ্য দলের হয়ে রনজি ট্রফি খেলেছেন। সাতবার অংশ নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এছাড়াও স্থানীয় ক্লাবগুলির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।
গোটা রাজ্যে তো বটেই, সারা দেশের ক্রিকেট মহলেই তীব্র শোকের আবহ। কে লালরেমরুয়াতাকে সম্মান জানাতে এদিন মিজোরামের স্থানীয় ক্রিকেটের সমস্ত নির্ধারিত ম্যাচ বাতিল করা হয়।

নিজে খেলার পাশাপাশি আগামী দিনের জন্য প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতেও সক্রিয় ভূমিকা ছিল লালরেমরুয়াতার। জীবনের শেষ দিন পর্যন্ত খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশনের স্ক্রিনিং টুর্নামেন্টে খেলেছেন তিনি। ভেঙ্ঘনুআই রেডার্স ক্লাবের হয়ে জীবনের শেষ ম্যাচ খেলেন।

–

–

–

–

–


