রাজ্যে এসআইআর আবহে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নতুন করে পায়ের তলার মাটি ছিনিয়ে নিয়ে পথে দাঁড় করানোর পরিকল্পনায় কেন্দ্রের বিজেপির সরকার। তার দোসর উত্তর চব্বিশ পরগণা ও নদিয়ার বিস্তীর্ণ এলাকার মতুয়া (Matua) সম্প্রদায়ের বিজেপির জনপ্রতিনিধিরা। যে মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি খোদ প্রধানমন্ত্রী (Prime Minister), সেই মতুয়া গড়ে দাঁড়িয়ে বিজেপির সেই জনপ্রতিনিধিদের থেকে রিপোর্ট কার্ড চাইলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, ঠাকুরবাড়ি ও বড়মার প্রতি শ্রদ্ধাতেই শুক্রবার ঠাকুরনগরে গিয়ে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মনে করিয়ে দেন, এই মন্দিরে (Matua Thakurbari) আসার অধিকার আমারও আছে। ২০২৩ সালে আমাকে ঢুকতে দেয়নি। তখন বাইরে দাঁড়িয়েই মনে মনে ঠাকুর হরিচাঁদের কাছে প্রার্থনা করেছিলাম এর জবাব তুমিই দেবে। পঞ্চায়েত নির্বাচনে যে আটকেছিল, সে-ই হেরেছিল। মানুষ এসে মনের কথা বলবে। শ্রদ্ধা নিবেদন করবে। এটাই বাংলার রীতি।

সেই সঙ্গে মনে করিয়ে দেন মতুয়া সম্প্রদায়ের বঞ্চনার কথা। মতুয়াদের ঠাকুরবাড়ির (Matua Thakurbari) সামনে দাঁড়িয়ে মনে করিয়ে দেন, যারা মতুয়া ভাইদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে ভোটে জিতে গিয়ে। তাঁদের পাশে কখনও দাঁড়ায়নি। আবার তাঁদের প্রতিনিধিরাই বলছেন ১ লক্ষ নাম বাদ যাক যেতেই পারে। এটা আমাদের কথা না। যাঁদের এনারা একবুক আশা আকাঙ্খা নিয়ে নির্বাচিত করেছেন তাঁদের ভাষা। আগামী দিন বনগাঁ (Bangaon) ও রানাঘাট (Ranaghat) ও এই এলাকার মানুষ তার জবাব দেবে।
মতুয়াদের এই বঞ্চনা যে নতুন নয় তা মনে করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী এসে যে কথা বলে গিয়েছিলেন, তার একটিও কথা রাখেননি। ১২ নম্বর জাতীয় সড়কের বড জাগুলিয়া পর্যন্ত সম্প্রসারণের কাজ হয়নি। কল্যাণী এইমস (Kalyani AIIMS) দেবেন বলেছিলেন, সেটাও সম্পূর্ণ হয়নি। মতুয়া ভাইয়ের নিঃশর্ত নাগরিকত্ব (citizenship) দেওয়ার কথা। তাঁরা যদি অবৈধ হন, তবে আপনিও অবৈধ। আপনার সরকার কী করেছে মতুয়া ভাইদের বা এই মহকুমা বা জেলার জন্য, বিস্তারিত রিপোর্ট কার্ড আনুন। আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছি।

আরও পড়ুন : মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব না দিলে মোদি-শাহ গদি ছাড়ো: হুঙ্কার অভিষেকের

সেই সঙ্গে মতুয়াদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে যে চক্রান্ত করেছে বিজেপি তাকে চ্যালেঞ্জ করে অভিষেকের দাবি, এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্ট, ভিসার পুরোনো বিবরণ দেওয়া সংক্রান্ত সমস্যা। হয় নিঃশর্ত নাগরিকত্ব দিন। নাহলে গদি ছাড়ুন।

–

–

–

–


