সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের ‘বক্সা বার্ড ফেস্টিভ্যাল’ (Buxa Bird Festival)। তিন দিনের এই পাখি উৎসবে অংশ নেওয়া পাখিপ্রেমী ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে এ বছর মোট ২৫১ প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে। গত বছর সপ্তম বর্ষে এই সংখ্যা ছিল ২২৬। এ বছরের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে ৭টি নতুন প্রজাতির পাখি প্রথম নথিভুক্ত হয়েছে, যেগুলি আগের কোনও বক্সা বার্ড ফেস্টিভ্যালে ধরা পড়েনি। এর মধ্যে লং বিল্ড প্লভার, ফেরুজিনাস ও ফ্লাইক্যাচার–এর মতো অত্যন্ত বিরল পাখির উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানিয়েছেন পাখি বিশেষজ্ঞরা।
মঙ্গলবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পে অষ্টম বার্ড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সন্দীপ সুন্দরিয়া। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সার বৈচিত্রময় জঙ্গলে পাঁচশোরও বেশি প্রজাতির পাখির বাস, যাদের মধ্যে বহু প্রজাতিই পরিযায়ী। আরও পড়ুন: বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
পাখি পর্যবেক্ষণের পাশাপাশি আয়োজন করা হয় কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের। এতে অংশ নেন ৬০ জন স্কুল পড়ুয়া এবং ৬০ জন ইকো-ট্যুরিজম সাফারি গাইড। উল্লেখযোগ্যভাবে, এবছর অংশগ্রহণকারী পাখি পর্যবেক্ষকদের অধিকাংশই ছিলেন মহিলা। দেশের মূল ভূখণ্ডের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও তিনজন পক্ষীপ্রেমী এবছর এই উৎসবে যোগ দেন। ২০১৭ সালে শুরু হওয়া বক্সা বার্ড ফেস্টিভ্যাল বর্তমানে রাজ্যের অন্যতম প্রাচীন পক্ষী উৎসব হিসেবে পরিচিত। উৎসব সফলভাবে শেষ হওয়ায় বন দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

–

–
–

–

–

–

–

–



