Sunday, January 11, 2026

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

Date:

Share post:

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের ‘বক্সা বার্ড ফেস্টিভ্যাল’ (Buxa Bird Festival)। তিন দিনের এই পাখি উৎসবে অংশ নেওয়া পাখিপ্রেমী ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে এ বছর মোট ২৫১ প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে। গত বছর সপ্তম বর্ষে এই সংখ্যা ছিল ২২৬। এ বছরের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে ৭টি নতুন প্রজাতির পাখি প্রথম নথিভুক্ত হয়েছে, যেগুলি আগের কোনও বক্সা বার্ড ফেস্টিভ্যালে ধরা পড়েনি। এর মধ্যে লং বিল্ড প্লভার, ফেরুজিনাস ও ফ্লাইক্যাচার–এর মতো অত্যন্ত বিরল পাখির উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানিয়েছেন পাখি বিশেষজ্ঞরা।মঙ্গলবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পে অষ্টম বার্ড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সন্দীপ সুন্দরিয়া। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সার বৈচিত্রময় জঙ্গলে পাঁচশোরও বেশি প্রজাতির পাখির বাস, যাদের মধ্যে বহু প্রজাতিই পরিযায়ী। আরও পড়ুন: বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতেরপাখি পর্যবেক্ষণের পাশাপাশি আয়োজন করা হয় কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের। এতে অংশ নেন ৬০ জন স্কুল পড়ুয়া এবং ৬০ জন ইকো-ট্যুরিজম সাফারি গাইড। উল্লেখযোগ্যভাবে, এবছর অংশগ্রহণকারী পাখি পর্যবেক্ষকদের অধিকাংশই ছিলেন মহিলা। দেশের মূল ভূখণ্ডের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও তিনজন পক্ষীপ্রেমী এবছর এই উৎসবে যোগ দেন। ২০১৭ সালে শুরু হওয়া বক্সা বার্ড ফেস্টিভ্যাল বর্তমানে রাজ্যের অন্যতম প্রাচীন পক্ষী উৎসব হিসেবে পরিচিত। উৎসব সফলভাবে শেষ হওয়ায় বন দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...