Sunday, January 11, 2026

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

Date:

Share post:

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন বলেই দাবি। তবে বসতি এলাকা থেকে দূরে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম। গুরুতর আহত চার জনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। কারখানার (fire cracker factory) সামগ্রী রাখার পাকা বাড়ি ভেঙে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ইঞ্জিন কাজ শুরু করেছে।

বাজি তৈরির জায়গায় যাতে কোনওভাবে দুর্ঘটনার কারণে প্রাণহানি বা সম্পত্তি হানির ঘটনা না ঘটে তার জন্য রাজ্য সরকারের তরফে বারবার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চম্পাহাটিতে (Champahati) পুরোনো যে সব বাজি কারখানা এলাকা, সেগুলিকে বসতি এলাকা থেকে দূরে বানানোর পাশাপাশি একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তা সত্ত্বেও সরকারি লাইসেন্সপ্রাপ্ত (licensed) বাজি করাখানায় (fire cracker factory) শনিবার দুপুর ১২.২০ নাগাদ বিস্ফোরণের (blast) ঘটনা ঘটে। দ্রুত স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও আহতদের উদ্ধারের কাজ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন ১২টা নাগাদ পরপর দুটি বিস্ফোরণের শব্দ হয় স্থানীয় বাজি কারখানা এলাকা থেকে। সেই এলাকায় বসতি নেই। তবে বাজি তৈরির দুটি চালা ঘর ও একটি সরঞ্জাম রাখার পাকা বাড়ি ছিল। বিস্ফোরণের জেরে পাকা বাড়িটি ভেঙে পড়ে। আগুন লেগে যায় গোটা এলাকা। তবে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ।

আরও পড়ুন : বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বাজি কারখানায় তুবড়ি তৈরির কাজ চলছিল সেই সময়। নতুন বছরের কাজ কিছুদিন হল শুরু হয়েছে। সেক্ষেত্রে বাজির মশলায় সমস্য়া থাকায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে স্থানীয় বাজি প্রস্তুতকারকদের দাবি। তবে বৈধভাবেই বাজি তৈরির দাবি করেন তাঁরা। বিস্ফোরণ স্থলে নমুনা সংগ্রহের কাজ শুরু করে বারুইপুর থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...