Sunday, January 11, 2026

মুখ্যমন্ত্রীর অভিযোগে তৎপর পুলিশ: সিসিটিভি ফুটেজ, ডিভিআর সংগ্রহ

Date:

Share post:

আইপ্যাক কর্ণধার ও আইপ্যাক দফতরে ইডি তল্লাশির জেরে জোড়া এফআইআর দায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেক্সপিয়র সরণী থানায় (Shakespeare Sarani police) দায়ের হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নথি চুরির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার থেকে পদক্ষেপ নেওয়া শুরু করল সেক্সপিয়র থানার পুলিশ। আইপ্যাক (IPAC) কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে তদন্তে যান আধিকারিকরা। নথি সংগ্রহের পাশাপাশি বাড়ির সঙ্গে যুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় থানায়।

৭ লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযানে যায় ইডি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী গুরুত্বপূর্ণ নথি সেই সময় সেখানে ছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে গিয়ে ইডি-র হাত থেকে সেই সব নথি সংগ্রহ করেন। এরপরই ইডি-র বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ দায়ের করেন তিনি।

সেই অভিযোগের ভিত্তিতে ৭ লাউডন স্ট্রিটের আবাসনে শনিবার সকালে যায় সেক্সপিয়র থানার পুলিশ। সেখান থেকে বাড়ির সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়ে। সেই সঙ্গে সংগ্রহ করা হয় সিসিটিভির ডিভিআর। সেই দিন আবাসনে নিরাপত্তা ও অন্যান্য কাজে কোন কর্মীরা যুক্ত ছিলেন তা জানার জন্য ফেসিলিটি ম্যানেজারকে নোটিশ জারি করা হয়। প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ির লোকের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করা হয়। থানায় ডেকে পাঠানো হয় আবাসনের নিরাপত্তা রক্ষীকে। এছাড়াও থানায় বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হয় বাড়ির পরিচারিকাকে।

ইতিমধ্যেই রাজ্যের তরফে যে অভিযোগ দায়ের হয়েছে তাতে অভিযোগ করা হয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ধাক্কা দেয় সিআরপিএফ জওয়ানরা। তার মধ্যে ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারও। সেই সময়ে পুলিশের পোশাকের সঙ্গে যে বডি ক্যাম ছিল তাতে রেকর্ড হওয়া ছবি যাচাই করা হচ্ছে। প্রয়োজনে পুলিশের শীর্ষ আধিকারিক যাঁরা সেই সময়ে উপস্থিত ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদের পথেও যাবে সেক্সপিয়র থানার পুলিশ।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

অন্যদিকে বৃহস্পতিবারই সেক্সপিয়র থানার অভিযোগ জানিয়ে মেল করেছিল ইডি। সেই অভিযোগের দায়েরের ভিত্তিতে অভিযোগ দায়ের করা ইডি আধিকারিককেও ডেকে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। মুখ্যমন্ত্রীর অভিযোগে নথি চুরির দাবি ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ইডির দলের কোনও ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন কি না তা পুলিশের জিজ্ঞাসাবাদের আওতায় থাকবে বলেই জানা গিয়েছে।

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...