এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক তরজা যখন চরমে, ঠিক সেই সময়েই পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) আরও কড়া নজরদারির আওতায় আনল কমিশন। শনিবার নির্বাচন কমিশন রাজ্যের জন্য আরও চার জন বিশেষ রোল অবজারভার নিয়োগের কথা ঘোষণা করেছে। প্রতিবেশী রাজ্য ও দিল্লির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত আইএএস আধিকারিকদেরই এই দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কোনও যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তির নাম যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকে, তা নিশ্চিত করাই এই বিশেষ রোল অবজারভারদের মূল দায়িত্ব। নির্দেশিকায় জানানো হয়েছে, তাঁরা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অবস্থান করবেন এবং দাবিদাওয়া ও আপত্তি নিষ্পত্তি থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন।

যাঁদের বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁরা হলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর সন্দীপ রেওয়াজি রাঠোর, ত্রিপুরার জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি ড. শৈলেশ এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ডিরেক্টর বিকাশ সিং। চার জনকেই পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত কাজের জন্য নির্বাচন কমিশনের ডেপুটেশনে গণ্য করা হবে। পাশাপাশি তাঁরা সরাসরি কমিশনের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন বলেও আদেশে স্পষ্ট করে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও দফায় দফায় পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারির জন্য একজন বিশেষ রোল অবজারভার-সহ মোট ১৮ জন রোল অবজারভার নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই নতুন করে আরও চার জন বিশেষ অবজারভার নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

প্রশাসনিক সূত্রের মতে, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক বিতর্ক, অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে কমিশনের তরফে এই সরাসরি নজরদারি স্পষ্ট বার্তা দিচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ‘কঠোর ও স্বচ্ছ’ পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধনী সম্পন্ন করতেই এই বাড়তি পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন – মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

_

_

_

_
_


