বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার ‘সেমসাইড’ হয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা তথা দল বদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারা দায়িত্বে থাকা সিআরপিএফ বাহিনীর হাতেই মার খেলেন বিজেপির মণ্ডলের নেতা। শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয় দেখে “চোর চোর” স্লোগান ওঠে। শোনা যায় “জয় বাংলা” ধ্বনি। আর বিরোধী দলনেতার বহিরাগত নিরাপত্তা রক্ষীরা লাঠিপেটা করলেন বিজেপিরই মণ্ডলের নেতা গৌতম কৌরি-সহ অন্যান্য নেতা-কর্মীকে।

কী হয়েছিল শনিবার রাতে? চন্দ্রকোনা দিয়ে শুভেন্দুর বিরাট যুক্ত কনভয় যাওয়ার সময়, এলাকার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। ।কিন্তু সহ্য হয়নি দল বদলু বিজেপি নেতার। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ বাহিনীকে বেধড়ক মারধর করার নির্দেশ দেন। বহিরাগত কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটি চেনে না, জানে না কে-কোন দলের নেতা। তাই এলোপাথাড়ি মার শুরু করে। বেধড়ক মার খেলেন দলের পুরনো নেতা গৌতম কৌরি, লাঠি পড়ল অন্য নেতা-কর্মীদের গায়েও। আহত হয়ে লুটিয়ে পড়লেন গৌতম। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এই দৃশ্য।

এবার সেম সাইড হয়েছে বুঝে মিডিয়া ডেকে চন্দ্রকোণা থানায় গিয়ে রাতে কিছুক্ষণ অবস্থানের নাটক। ঘটনা সামনে আসার পরেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদের কেন সিআরপিএফ পেটাল, কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। দলের আর এক মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “কেন্দ্রীয় বাহিনী বহিরাগত। বাংলার মাটি চেনে না। তাই লাঠিপেটা করল যাঁদের, তাঁরা সকলে বিজেপি নেতা বা কর্মী। বাংলা-বিরোধী গদ্দার একটা স্লোগান সামলাতে পারে না, সে আবার রাজ্য সামলানোর স্বপ্ন দেখে! দাঁড়কাক যতই ময়ূরের পালক লাগাক, সে কি ময়ূর হতে পারে? জননেত্রীকে টক্কর দিতে গেলে শিরদাঁড়ার প্রয়োজন হয়। যে জেলের যাওয়ার ভয়ে শিরদাঁড়া বিক্রি করে বিজেপিতে নাম লেখায়, তার কাছে এর বেশি কিছু কেউ আশা করেন না।”
আরও পড়ুন- নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

_

_

_

_

_

_
_


