সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর (us centre commando) তরফেই হামলার কথা স্বীকার করা হয়েছে। তবে পেন্টাগন বিস্তারিত তথ্য দেয়নি।

ডিসেম্বরে সিরিয়ায় ইসলামিক স্টেটের অতর্কিত হামলায় দুই সেনা জওয়ানের পাশাপাশি একজন সাধারণ নাগরিকের মৃত্যুর পরই ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার আইএস ঘাঁটি টার্গেট করে করে আকাশপথে হামলা চালালো আমেরিকা। এখনও পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মার্কিন কমান্ডো তরফে টিমথি হকিন্স জানিয়েছেন, “আমাদের বার্তা খুব পরিষ্কার। যদি তোমরা আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, তবে আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যে কোনও প্রান্তে তোমাদের শেষ করব।”

–
–

–

–

–

–

–

–


