ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল তাঁর কোচের বিরুদ্ধে। ঘটনাটি হরিয়ানার রেওয়ারি জেলার একটি গ্রামের।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নাবালিকা ক্রীড়াবিদকে(Junior hockey Player) ধর্ষণ করার পর পরবর্তীকালে ওই খেলোয়াড় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই ঘটনায় গ্রেফতার করা হয় কোচকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা হকি খেলোয়াড় দ্বাদশ শ্রেণির ছাত্রী। পুলিশের কাছে অভিযোগে ১৭ বছরের ওই কিশোরী জানিয়েছে, গত তিন বছর ধরে অভিযুক্ত জুনিয়র কোচের কাছে নিয়মিত অনুশীলনে যেত। প্রায় চার মাস আগে হকি অনুশীলনের সময় স্টেডিয়ামের শৌচাগারে তাকে ধর্ষণ করে কোচ।
এরপর ঘটনাটি ধামাচাপা দেওয়ার খেলোয়াড়কে হুমকি দিত কোচ। কিন্তু যদিও পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা খেলোয়াড়। শারীরিক অবস্থার অবনতির পর তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। গত ৫ জানুয়ারি তার গর্ভপাত হয়।

–

–

–

–

–



