মহম্মদ শামির পর SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে( Laxmi Ratan shukhla )। ১৯৯৫ সালের পর লক্ষ্মীরতন শুক্লার বাবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। সেই কারণেই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। উত্তর হাওড়ার হিন্দি হাইস্কুলের ভোটার লক্ষ্মীরতন শুক্লা।

সূত্রের খবর, বাংলা দলের হেডকোচ উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীরতনের ( Laxmi Ratan shukhla ) নাম ছিল না। তাঁর বাবা উমেশ শুক্লর নামও ২০০২ সালের ভোটার তালিকায় মেলেনি। এর জেরেই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বর্তমান বাংলা দলের কোচকে।।

গত ৭ জানুয়ারি তাঁকে শুনানিতে ডেকে পাঠো হয়েছিল। কিন্ত সেই সম. লক্ষ্মীরতন শুক্লা বাংলায় ছিলেন না। দলের সঙ্গে রাজকোটে ছিলেন। মঙ্গলবার অথবা বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বর্তমানে বাংলা দলের কোচ জানিয়েছেন, তিনি হাজিরা দেবেন এসআইআর শুনানিতে।
কিন্তু কেন নাম বাদ গেল লক্ষ্মীর, এই প্রসঙ্গে জানা গিয়েছে, বাম জমানায় ভোট সন্ত্রাসের জেরেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল লক্ষ্মীর বাবার নাম। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। উল্লেখ্য কয়েকদিন আগেই শামিকে ডাকা হয়েছে। তিনিও শুনানিতে হাজিরা দেবেন।

–

–

–

–



