ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২২ জানুয়ারি থেকে সরস্বতীপুজোর ছুটি স্কুলে। শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি রয়েছে। সেই কারণে ছুটি পড়ার আগেই মেধাতালিকা প্রকাশ করতে চায় কমিশন। জানুয়ারির শেষ থেকেই কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।

৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের (Eleven Twelve) মেধাতালিকা প্রকাশ করা হবে বলে আগে সুপ্রিম কোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নেওয়া হয়েছে। একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। তাঁদের দাবি ছিল, এই জাতিগত বিভাগ লিখলে বিষয়ভিত্তিক কাট অফ নম্বরে তাঁদের নাম উঠবে ও তাঁরা ইন্টারভিউয-এ তথ্য যাচাইয়ে সুযোগ পাবেন। তাঁদের এই আবেদন মঞ্জুর করে হাই কোর্ট। সেই আবেদনের ভিত্তিতে ১৫৪ জন চাকরিপ্রার্থী তথ্য যাচাইয়ের সুযোগ পেয়েছিলেন। এর জেরে চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময়সীমা পিছিয়ে যায়।

একাদশ-দ্বাদশ শিক্ষক (Teacher) নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়। মোট শূন্যপদ ১২৪৪৫টি। কমিশন সূত্রে খবর, ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর হবে কাউন্সেলিং। চাকরিপ্রার্থীরা পছন্দের ভিত্তিতে স্কুল বেছে নিতে পারবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদই স্কুলে স্কুলে নতুন শিক্ষক শিক্ষিকারা যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
আরও খবর: নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর
–

–

–

–

–

–

–


