যুব দিবসের দিনে বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো। লালবাবা রাইস আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপে(Bhadredeswar Gold Cup) জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হল সোমবার। তবে ফাইনাল ম্যাচের আগে ছিল মেগা চমক। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তনীরা একটি প্রীতি ম্যাচে অংশ নিলেন। মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন ব্যারেটো অন্যদিকে ইস্টবেঙ্গল খেললো বাইচুং ভুটিয়ার নেতৃত্বে।

ফের একবার সবুজ মেরুন জার্সিতে ব্রাজিলিয়ান তারকা নিজের স্কিল দেখালেন অন্যদিকে জার্সিতে ফের একবার ঝলসে উঠলেন পাহাড়ি বিছে। একসঙ্গে অর্ণব মন্ডল, আলভিটো, সুব্রত পাল, রহিম নবি, অসীম বিশ্বাস, মেহরাজউদ্দিনের মতো এক ঝাক প্রাক্তন ফুটবলাররা এই ম্যাচে মাঠে নামলেন। ম্যাচ শেষে হল ০-০ ফলে। শেষে হল টাইবেকার।

৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত লালবাবা রাইস আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপ (Bhadredeswar Gold Cup) সিজন টু-তে অংশ নিয়েছিল দেশের বিভিন্ন নামী দল। এবারের টুর্নামেন্টে অংশ নেয় কালীঘাট মিলন সংঘ, কলকাতার রেলওয়ে এফসি, ওডিশা এফসি, গোয়ার চার্চিল ব্রাদার্স, সিএজি দিল্লি ও বর্ধমানের রাজনন্দিনী ফুটবল ক্লাবের মতো দলগুলি।
লালবাবা রাইসের উদ্যোগে ফাইনাল ম্যাচের রেলওয়ে ফুটবল ক্লাব মুখোমুখি হয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওডিশার। জমজমাট হল ফাইনাল ম্যাচ। ২-২ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হল। এরপর খেলা গড়াল টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউট এই ম্যাচ তথা ট্রফি জিতে নিল রেলওয়ে। এই টুর্নামেন্ট ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাঠে প্রচুর সংখ্যক দর্শক এসেছিলেন এই খেলা দেখতে।

–

–

–

–

–



