রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে যেসমস্ত দেশ বাণিজ্য করছে তাদের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। পরিসংখ্যান বলছে গত অর্থবর্ষে ইরানের সঙ্গে অন্তত ১৪ হাজার কোটি টাকার ব্যবসা করেছে ভারত (India)। অর্থাৎ ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে এবার ট্রাম্পের কোপে পড়ল দেশ,তেহরানের সঙ্গে সম্পর্ক রাখলে এবার থেকে ভারতকে দিতে হবে পঁচিশ শতাংশ বাড়তি কর। স্পস্ট সরকারের বিদেশ নীতির ব্যর্থতা।


বিক্ষোভে উত্তাল ইরানের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। ট্রুথ সোশ্যাল-এ নিজের হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, “ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনও দেশকে আমেরিকার সঙ্গে যে কোনও বাণিজ্য করতে হলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটিই চূড়ান্ত নির্দেশ এবং এর কোনও পরিবর্তন হবে না। এই মুহূর্ত থেকেই এটি কার্যকর করা হচ্ছে।” সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর চিন্তা বাড়ল নয়াদিল্লির। মস্কোর থেকে তেল কেনার কারণে ভারতের উপর আগেই ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এবার ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে ট্রাম্পের নিশানায় মোদি সরকারের ভারত। পশ্চিম এশিয়ার দেশে অশান্তি বাড়তেই বিক্ষোভকে সমর্থন করেছে আমেরিকা। এবার সরাসরি তেহরানের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা করে দিলেন ট্রাম্প। এদিকে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য বিক্রির জন্য সব মিলিয়ে ৫০ শতাংশ শুল্ক দিতে হয় ভারতকে। এবার আরও ২৫ শতাংশ শুল্ক বাড়তে চলেছে। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরই বিজেপি সরকারের বিদেশ নীতির সমালোচনায় সরব বিরোধীরা।

–
–

–

–

–

–

–

–


