যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা ফাটিয়ে খুন করে মাংস খুবলে (double murder case) খাবে তা কেউ ভাবতেও পারেনি। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের কুশিনগরে। অভিযুক্ত ব্যক্তির নাম সিকন্দর গুপ্ত। বছর তিরিশের সিকন্দর মুম্বাইয়ের বিভিন্ন জায়গাতে শ্রমিক হিসেবে কাজ করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সিকন্দর ছাদে গিয়ে প্রথমে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাকে (২৮) লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। তারপর তাঁর মা রুনা দেবী ঠেকাতে গেলে তাঁকেও মারতে শুরু করেন বলে অভিযোগ। তারপর একটা সিমেন্টের চ্যাঁই দিয়ে মাথাতে আঘাত করলে মাথা ফেটে যায়। মা ও স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দেখেন উন্মত্ত যুবক মাথার খুলি থেকে খুবলে মাংস খাচ্ছে আর ছুঁড়ে দিচ্ছে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। কুশিনগরের পুলিশ সুপার কেশব মিশ্রা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জোড়াখুনের মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: ১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

–
–

–

–

–

–

–

–


