দুই বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে মেরি কম (Mary Kom) এবং তার স্বামী কারুং অনলারের মধ্যে ।এবার শুরু হয়ে গেল কাদা ছোড়াছুড়ির পর্ব ।কয়েকদিন আগেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মেরি কম(Mary Kom)। এবার পাল্টা মুখ খুললেন কারুং অন ভারতীয় ক্রীড়া মহলে। মেরি কমের প্রাক্তন স্বামী যা অভিযোগ করেছেন তা রীতিমতো বিস্ফোরক ।

অনলা বলেছেন, “২০১৩ সাল থেকে এক জুনিয়র বক্সারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল মেরি। সেই নিয়ে আমার সঙ্গে অনেক বিবাদ হয়েছিল।’’ এখানেই শেষ নয়। অনলা আরও জানিয়েছেন, ‘‘২০১৭ থেকে নিজের বক্সিং অ্যাকাডেমিতে নিযুক্ত এক কর্মীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল। ওদের হোয়াট্সঅ্যাপ চ্যাটের প্রমাণ রয়েছে আমার কাছে। কিন্তু আমি চুপ করে থেকেছি।”

কয়েকদিন আগেই মেরি কম জানিয়েছিলেন , “অনলাকে তিনি যেমনটা ভেবেছিলেন তিনি একেবারে সেরকম নয় ।সংসারে আর্থিক বিষয় আমি কোনদিনই মাথা ঘামাতাম না কিন্তু যখন নজর দিতে শুরু করলাম তখন দেখি বিষয়টি একেবারে অন্যরকম ।আমার সম্পত্তির বিনিময়ে অনেক ঋণ নিয়েছিলেন যেগুলি শোধ করতে পারিনি।” ২০২৩ সালের শেষ থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে গিয়েছিল কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে আবার জল ঘোলা হতে শুরু করল।
আরও পড়ুন- যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কণ্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

_

_

_

_

_

_
_


