ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরী হয়েছে। স্থানীরা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন গ্যাস লিকের কারণে একের পর এক বিস্ফোরণ হয়। এর ফলে খুব কম সময়ের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

মঙ্গলবার রাত ৯টা নাগাদ হঠাৎ একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে আগুন লেগে যায়। জানা গিয়েছে নিরাপত্তার বিধি লঙ্ঘন করে কাজ করছিল এই সেন্টার। পুলিশ আরও জানিয়েছে যে যদিও ইউনিটের মালিকরা বাণিজ্যিক লাইসেন্স পেয়েছে তবুও তারা অবৈধভাবে সিলিন্ডার রিফিলিং এবং সরবরাহ করছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দৃশ্যে দেখা গিয়েছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টা সময় লেগেছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ঘটনার সময় ভেতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নির্ধারণ করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ইউনিটের মালিকের তরফে কোন অতিরিক্ত গাফিলতি আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

–
–

–

–

–

–

–

–


