একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

মকর সংক্রান্তি উপলক্ষে তিনি লেখেন, ”সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।” এছাড়া পৌষ মাসের শেষ দিন অর্থাৎ আজ বুধবার মাঘ বিহু। এই মর্মে তিনি লিখেছেন, ”সকলকে মাঘ বিহুর শুভেচ্ছা। এই প্রাণবন্ত উৎসব আমাদের সকল সম্প্রদায়ের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার করুক এবং চেতনা জাগিয়ে তুলুক।”

পোঙ্গল দক্ষিণের খুব গুরুত্বপূর্ণ এক উৎসব। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী লেখেন, ”সকলকে পোঙ্গলের আন্তরিক শুভেচ্ছা। এই শুভ দিন আমার সমস্ত তামিল ভাইবোনদের জন্য সুস্বাস্থ্য, আনন্দ এবং সৌভাগ্য বয়ে আনুক।”
_

_

_

_

_



