Wednesday, January 14, 2026

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই নির্দেশের পরেই হঠাৎ তৎপর হয়ে উঠেছে বিজেপি। বাংলার ভোটার তালিকা (voter list) থেকে হাজার হাজার বৈধ নাম বাদ দিতে ফর্ম-৭ (Form 7) ভর্তি করে জমা দিতে হঠাৎ উঠে পড়ে লেগেছে বাংলার বিজেপি নেতারা। যে প্রক্রিয়ায় জোর করে এই ফর্ম গ্রহণ করতে আধিকারিকদের বাধ্য করা হচ্ছে তার প্রতিবাদে সিইও দফতরে (CEO office) তৃণমূলের প্রতিনিধিদল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Manoj Agarwal, CEO) বিজেপির এই জোর জবরদস্তি ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।

বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধির দলে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, সায়নী ঘোষ, মন্ত্রী শশী পাঁজা, মানস ভুঁইয়া ও প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী। ভোটার তালিকা থেকে অনৈতিক, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈধ নাগরিকদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার প্রতিবাদ করা হয় সিইও-কে দেওয়া অভিযোগ পত্রে। দাবি করা হয় সিইও-র তরফে প্রতিকার।

সেইসঙ্গে আরো একবার আরও একবার তৃণমূলের তরফে কমিশনের কাছে আবেদন জানানো হয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির (logical discrepancy) তালিকায় থাকা ভোটারদের নামের তালিকা প্রকাশের জন্য।

আরও পড়ুন : বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়, যে প্রক্রিয়ায় রাশি রাশি ফর্ম-৭ (Form 7) নিয়ে বিভিন্ন জেলাশাসক, মহকুমা শাসক-সহ ইআরও (ERO) এবং এইআরও-দের (AERO) কাছে বিজেপি নেতারা যাচ্ছেন তাতে তাঁদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই আধিকারিকরা মাইক্রো অবজার্ভার পদে থাকার জন্য এঁদের উপর চাপ প্রয়োগ করে কোনও বৈধ নথি ছাড়াই এই ফর্মগুলি গ্রহণ করতে বাধ্য করছে বিজেপির নেতারা। ফলে ভোটার তালিকা থেকে বাদ চলে যাচ্ছে বহু বৈধ ভোটারের নাম। সেক্ষেত্রে যেন সিইও এমন কড়া নির্দেশ জারি করেন যাতে ইআরও, এইআরও পদমর্যাদার আধিকারিকরা এই বিপুল রাজনৈতিক চাপ থেকে রক্ষা পান। এবং নাম বাদের এই রাজনৈতিক প্রক্রিয়া বন্ধ হয়।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...