দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল মহাতীর্থ’ বা মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য এবং পর্যটনকে এক সুতোয় বাঁধতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় সাজসাজ রব। বুধবার নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে এই সফরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ মাটিগাড়ায় ওই শিলান্যাস অনুষ্ঠানটি সম্পন্ন হবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা গত কয়েকদিন ধরেই অনুষ্ঠানস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে।

মাটিগাড়ার অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যাবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসনিক মহলে খবর। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, মহাকাল মন্দির প্রকল্পটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। পর্যটন মানচিত্রে এই মন্দিরটি আগামী দিনে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে মনে করা হচ্ছে। শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শুক্রবারের এই কর্মসূচি ঘিরে এখন থেকেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
আরও পড়ুন- পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

_

_
_

_
_

_
_



