মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)। চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি দিয়েছে সাদা কালো শিবির। কিন্তু দেশের শীর্ষ লিগে খেলতে হলে স্পনসর প্রয়োজন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) দ্বারস্থ হন মহমেডান কর্তারা। অতীতেও ইস্টবেঙ্গলের সমস্যায় এগিয়ে এসেছিলেন মমতা। এবারও তার ব্যতিক্রম হল না।

জানা গিয়েছে তাঁরই উদ্যোগে বাংলার একটি কোম্পানি চলতি মরশুমে মহমেডান ক্লাবের (mohamedan club) ইনভেস্টর হতে রাজি হয়েছে। ইতিমধ্যে আইএসএলের বৈঠকে ফুটবল ফেডারেশনকে মহমেডান জানিয়ে দিয়েছে তাদের ইনভেস্টর সংক্রান্ত সমস্যা নেই।

আগামী কয়েক দিনের মধ্যেই নতুন ইনভেস্টরের নাম ঘোষণা হতে পারে তারপরেই অনুশীলনে নামবে দল। এবার সাদা কালো দলের বাজেট সীমিত। ফলে দলে কোন বিদেশি ফুটবলার থাকবেন না।
সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান। মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, ‘ইনভেস্টরের সঙ্গে কো অর্ডিনেশন করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা তাঁকে ধন্যবাদ জানাতে চাই। ২৫ জানুয়ারির মধ্যে ইনভেস্টর ঘোষণা হয়ে গেলে আমরা সেটা প্র্যাকটিস শুরু করব। মেহরাজই কোচ থাকবে। বিদেশি ছাড়াই আমরা খেলব। কলকাতা এবং দেশের অন্যান্য প্রান্তের সেরা ফুটবলারদের দিয়ে দল গঠন করা হবে।”

সন্তোষ ট্ৰফির দলে নাম থাকলেও মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ফুটবলার জুয়েল আহমেদকে ছাড়বে না বলে জানিয়ে দিল। মহামেডানের হাতে ফুটবলার কই,ওর চোট লেগে গেলে কি হবে? আইএফএ বা ফুটবলার কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।আমরা জুয়েলকে ছাড়বো না হলে জানিয়েছেন কর্তা কামারুদ্দিন।

–

–

–

–

–

