ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় (Sebaashray) কর্মসূচি। নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে পৃথক দুই ক্যাম্পে সাধারণ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আজ দুটি মডেল ক্যাম্প দেখতে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভূমিরক্ষা আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন সেই সব পরিবারের লোকেদের হাতেই এই কর্মসূচির উদ্বোধন হবে বলে জানা গেছে। গোটা জানুয়ারি মাস মাস ধরেই এই স্বাস্থ্যশিবির চলবে যেখানে দুটি ব্লকে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সেবাশ্রয় শিবিরে আসবেন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। সেই কারণে ব্লকে ব্লকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে প্রায় ৩৫০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী জেলায় উপস্থিত হয়েছেন। খোদ বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে অভিষেকের এই হাইভোল্টেজ কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এড়াতে নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকায় পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

–
–

–

–

–

–

–

–


