কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা অনুযায়ী, দুই আধাসামরিক বাহিনী ও NIA-র শীর্ষপদে রদবদল হল। প্রবীণ কুমার ইন্দো-তিব্বত বর্ডার (ITB) পুলিশের ডিরেক্টর জেনারেল ছিলেন এবং তিনি ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের OPS ছিলেন। এবার তিনি BSF-এর ডিজি হিসাবে দায়িত্ব পাচ্ছেন। সূত্রের খবর, ITB-র প্রধান হিসেবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের অন্যতম বৃহৎ আধাসামরিক বাহিনী বিএসএফ-এর নেতৃত্বে তাঁকে আনা হয়েছে।

প্রবীণের বদলে আইটিবিপি-র প্রধান হতে চলেছেন শত্রুজিৎ সিং কাপুর। তিনিও দক্ষ আইপিএস আধিকারিক এবং এর আগে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চিন সীমান্তে আইটিবিপি-র ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে এবার বাহিনীর কার্যকারিতা আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা এনআইএ-র নতুন ডিজি হচ্ছেন রাকেশ আগরওয়াল।

–
–

–

–

–

–

–

–


