Thursday, January 15, 2026

সন্ন্যাসীদেরই অবজ্ঞা-অপমান বিজেপির, গর্জে উঠল তৃণমূল

Date:

Share post:

শুধু মুখে হিন্দুত্বের বুলি আর রাম-নাম। আর পদে পদে সনাতনী আধ্যাত্মিক চেতনাকে চরম আঘাত। এসআইআরের নামে এবার কি না সন্ন্যাসীদেরই অপমান করে বসল বিজেপি(BJP)! বাস্তবে তারা যে সনাতনী ধর্মের রীতিনীতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাদের অন্তরে যে সন্ন্যাসীদের প্রতি চরম অবজ্ঞা, তারই প্রমাণ মিলল বেলুড় মঠে। সন্ন্যাসীদের দাঁড় করিয়ে দেওয়া হল শুনানির লাইনে। যাঁরা ঘরবাড়ি ত্যাগ করে সনাতনী ধর্ম রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, তাঁদের পরিচয় নিয়ে টানাটানি শুরু করে দিল বিজেপির দলদাস এই নির্বাচন কমিশন।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল(TMC) জানায়, গেরুয়া বসনের মর্যাদা বোঝে না এই বিজেপি(BJP) ও তাদের দালাল নির্বাচন কমিশন। গেরুয়া বসনধারী এই ত্যাগী মানুষগুলোকে অপমান করে বিজেপি ও তাদের নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন আসলে ভারতের সনাতনী আধ্যাত্মিক চেতনাতেই চরম আঘাত হানল। ধিক্কার এই দ্বিচারিতাকে।

রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু সন্ন্যাসীকে এসআইআরের (SIR) শুনানির জন্য ডাকা হচ্ছে। কারণ হিসেবে দর্শানো হয়েছে তাঁদের পিতা-মাতার নাম, যাঁদের সঙ্গে সন্ন্যাস জীবন গ্রহণের পর তাঁরা সম্পর্ক ছিন্ন করেছেন। তাঁরা তাঁদের গুরুদের নাম এখন পিতামাতা হিসেবে পরিচয় দেন। তাই অনেক সন্ন্যাসীও এসআইআরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ তাঁদের কাছে এমন কোনও হলফনামা নেই, যা প্রমাণ করে জন্মের সময়কার আসল নাম এবং সন্ন্যাসী হওয়ার পর প্রাপ্ত দীক্ষার নাম একই ব্যক্তির।

এটা ঠিক যে, রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা ভোট দেন না। কিন্তু পরিচয় সংকট, ভিসা পেতে অসুবিধা বা তাঁদের সংশ্লিষ্ট কেন্দ্রগুলির প্রশাসনিক কাজে সমস্যা এড়ানোর ভয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতে চান তাঁরা। বুধবার ৯০ জন সন্ন্যাসী বেলুড় মঠে একটি বিশেষ এসআইআর শিবিরে যোগ দেন। বিজেপি এবং নির্বাচন কমিশন সন্ন্যাসীদেরও লাইনে দাঁড় করিয়ে দেয়। শুনানিতে তাঁদের নথিপত্র পরীক্ষা করা হয়। এই শুনানিতে বয়স্ক সন্ন্যাসীরা জুনিয়র সন্ন্যাসীদের সহায়তায় হুইলচেয়ারে করে এসেছিলেন। একজন প্রবীণ সন্ন্যাসী বলেন, স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত সংঘের মূল নীতি মেনেই আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হই না, তাই আমরা ভোট দিই না।

spot_img

Related articles

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...