Friday, January 16, 2026

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার অভয়বাণী দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে কাছে পেয়ে নন্দীগ্রামের মানুষের যেন প্রাণ খোলা উচ্ছ্বাস। প্রিয় নেতাকে কাছে পেয়ে তাঁর সামনে এগিয়ে যান নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যরা। নিজেদের প্রাণের কথা খুলে বলেন অভিষেককে। অভাব-অভিযোগের পাশাপাশি উন্নয়ন নিয়েও এদিন অভিষেকের কাছে বেশ কিছু দাবি জানান শহিদ পরিবারের সদস্যরা। এরপরই তাদের কাঁধে হাত রেখে আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার বেলা প্রায় আড়াইটা নাগাদ নন্দীগ্রাম-২ ব্লক এলাকার সেবাশ্রয় (Seebashray) কর্মসূচিতে হাজির হন অভিষেক। এরপর নন্দীগ্রাম-১ ব্লকের ক্যাম্পে যান। অভিষেকের আগমনের কথা জানতে পেরে সকাল থেকেই ক্যাম্পে এসে হাজির হন শহিদ পরিবারের সদস্যরা। অভিষেক আসতেই শহিদ পরিবারের সদস্যরা জয়ধ্বনি দিতে শুরু করেন। এরপর তাঁদের কাছে ডেকে নেন অভিষেক। তাঁদের বর্তমান অবস্থার কথা জানতে চান। সকল পরিবারের হাতে হাত রেখে আগামী দিনে আর্থিক সাহায্যের পাশাপাশি চিকিৎসার যাবতীয় দায়ভার নেওয়ার কথা জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনের আগেও বেশ কিছুক্ষণ শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন অভিষেক। এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে বিজেপির অনুন্নয়নের কথা অভিষেকের কাছে শোনান শহিদ পরিবারের সদস্যরা। কাছের প্রিয় মানুষকে নিজেদের প্রাণের কথা বলতে পেরে খুশি তাঁরা। শহিদ ভগীরথ মাইতির স্ত্রী সুষমা মাইতি বলেন, এখানকার বিজেপি বিধায়ক টাকা দিয়ে শহিদ পরিবারকে কেনার চেষ্টা করছে। কিন্তু আমাদের দিদি প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছে। এখানকার বিধায়ক আমাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন। তাই ওনার ফাঁদে পা না দিয়ে আমরা সবসময় দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সব কথা শুনলেন, তাতে আমরা অনেকটাই আশ্বস্ত। এদিন শিবিরে ছিলেন বিপ্লব রায় চৌধুরী, সুজিত রায়, আবু সুফিয়ান, নন্দীগ্রাম ১–এর সেবাশ্রয় শিবিরের দায়িত্বে থাকা ঋজু দত্ত, বাপ্পাদিত্য গর্গ, পীযূষ পণ্ডা, রাজীব বন্দ্যোপাধ্যায়–সহ অন্যরা৷

আরও পড়ুন- এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...