বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে অভিযোগ জমা নিষ্পত্তির টাইম পিরিয়ড বাড়ানোর সিদ্ধান্তে কার্যত তৃণমূল কংগ্রেসের দাবিতেই মান্যতা দিতে বাধ্য হল নির্বাচন কমিশন (Election Commission of India)। বদলে যাচ্ছে এসআইআর-এর দিনক্ষণ।

তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে আসছে অপরিকল্পিতভাবে এসআইআর করার কারণে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুততার কারণে কাজ করতে গিয়ে চাপের মুখে ভুল বাড়ছে। ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে প্রতি ব্লকে কয়েকশো মানুষকে প্রত্যেকদিন নোটিশ পাঠানো হচ্ছে। রাজ্য জুড়ে বাড়ছে প্রতিবাদ। শুক্রবার সকালেও টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এবং কোচবিহারের দিনহাটাতেও হিয়ারিং হয়রানের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আমজনতা। এর মাঝে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন জানালো, বিশেষ নিবিড় সংশোধনীতে অভিযোগ জমার সময়সীমা ১৯ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত চলবে।ভোটার তালিকায় সবথেকে বেশি সংখ্যায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

–
–

–

–

–

–

–

–


