সম্পত্তির পরিমাণ ক্রমশ বাড়াচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli), ইতিমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাতেও তাঁর জনপ্রিয়তা কোনোভাবেই কমেনি। একইসঙ্গে মাঠের বাইরে বিজ্ঞাপন জগতের সমান জনপ্রিয় বিরাট কোহলি(Virat Kohli)। আর্থিক ক্ষমতার নিরিখে বিশ্বের প্রথম সারির ক্রীড়াবিদদের মধ্যে এখন একজন কিং কোহলি। এবার আলিবাগে ( Alibaug) নিজের সম্পত্তি বাড়ালেন বিরাট।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ,ঐতিহ্যের আলিবাগে ফের জমি কিনেছেন বিরাট কোহলি। গত চার বছরে আলিবাগে এই নিয়ে দ্বিতীয়বার সম্পত্তি কিনলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এর আগে একসঙ্গে দুটো জমি কিনেছিলেন ও সেখানে বিলাসবহুল বাংলোও বানান তাঁরা।

রিপোর্টে প্রকাশ, ১৩ জানুয়ারি বিরাট ও অনুষ্কা জমির রেজিস্ট্রি করান। মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে আবাস বিচের কাছে জিরাদ গ্রামে জমি কিনেছেন বিরুষ্কা। সোনালি অমিত রাজপুতের কাছ থেকে এই জমি কিনেছেন তাঁরা। এর জন্য ২.২৭ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে ৩০ হাজার টাকার।
এবারই প্রথম না, এর আগেও এই একই জায়গায় বিরাট কোহলি জমি কিনেছিলেন তার দাম ছিল ১৯ কোটি টাকা। মোট আট একর জমিতে একটি বিলাসবহুল বাংলা তৈরি করেছেন যেখানে সুইমিং পুল থেকে শুরু করে সুন্দর বাগান সবকিছুই রয়েছে। সময় পেলেই আলিবাগের বাড়িতে যান বিরাট কোহলি। এমনকি বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেওয়ার আগে সেখানে গিয়ে ট্রেনিং করেছিলেন।

পাশাপাশি মুম্বই, ব্যাঙ্গালুরু এবং গুরুগ্রামে বিরাট কোহলির বাড়ি রয়েছে। তবে বছরের বেশিরভাগ সময়টা এখন লন্ডনে থাকেন বিরাট কোহলি। সেখানে স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। তবে বিরাট অনুষ্কার অত্যন্ত পছন্দের জায়গা আলিবাগ। এখানে শুধু বিরাট কোহলি নয় রোহিত শর্মা, রবি শাস্ত্রী, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বলিউডে একাধিক সেলিব্রেটি জমি কিনেছেন।

–

–

–

–

–


