Friday, January 16, 2026

নতুন বছরেই বাড়ল সম্পত্তির পরিমাণ, বড় বিনিয়োগ বিরুষ্কার

Date:

Share post:

সম্পত্তির পরিমাণ ক্রমশ বাড়াচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli), ইতিমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাতেও তাঁর জনপ্রিয়তা কোনোভাবেই কমেনি। একইসঙ্গে মাঠের বাইরে বিজ্ঞাপন জগতের সমান জনপ্রিয় বিরাট কোহলি(Virat Kohli)। আর্থিক ক্ষমতার নিরিখে বিশ্বের প্রথম সারির ক্রীড়াবিদদের মধ্যে এখন একজন কিং কোহলি। এবার আলিবাগে ( Alibaug) নিজের সম্পত্তি বাড়ালেন বিরাট।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ,ঐতিহ্যের আলিবাগে ফের জমি কিনেছেন বিরাট কোহলি। গত চার বছরে আলিবাগে এই নিয়ে দ্বিতীয়বার সম্পত্তি কিনলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এর আগে একসঙ্গে দুটো জমি কিনেছিলেন ও সেখানে বিলাসবহুল বাংলোও বানান তাঁরা।

রিপোর্টে প্রকাশ, ১৩ জানুয়ারি বিরাট ও অনুষ্কা জমির রেজিস্ট্রি করান। মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে আবাস বিচের কাছে জিরাদ গ্রামে জমি কিনেছেন বিরুষ্কা। সোনালি অমিত রাজপুতের কাছ থেকে এই জমি কিনেছেন তাঁরা। এর জন্য ২.২৭ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে ৩০ হাজার টাকার।

এবারই প্রথম না, এর আগেও এই একই জায়গায় বিরাট কোহলি জমি কিনেছিলেন তার দাম ছিল ১৯ কোটি টাকা। মোট আট একর জমিতে একটি বিলাসবহুল বাংলা তৈরি করেছেন যেখানে সুইমিং পুল থেকে শুরু করে সুন্দর বাগান সবকিছুই রয়েছে। সময় পেলেই আলিবাগের বাড়িতে যান বিরাট কোহলি। এমনকি বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেওয়ার আগে সেখানে গিয়ে ট্রেনিং করেছিলেন।

পাশাপাশি মুম্বই, ব্যাঙ্গালুরু এবং গুরুগ্রামে বিরাট কোহলির বাড়ি রয়েছে। তবে বছরের বেশিরভাগ সময়টা এখন লন্ডনে থাকেন বিরাট কোহলি। সেখানে স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। তবে বিরাট অনুষ্কার অত্যন্ত পছন্দের জায়গা আলিবাগ। এখানে শুধু বিরাট কোহলি নয় রোহিত শর্মা, রবি শাস্ত্রী, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বলিউডে একাধিক সেলিব্রেটি জমি কিনেছেন।

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টে নয়া প্রধান বিচারপতি। দায়িত্বে বিচারপতি সুজয় পাল (Sujay pal)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য...

“শীতের রাতে গাড়িতে সেক্স”! হানি মন্তব্যে চরম বিতর্ক

বিতর্কিত মন্তব্য করে বারবার খবরে শিরোনামে উঠে আসেন র‍্যাপার গায়ক হানি সিং (Yo Yo Honey Singh)। মাঝে কিছুদিন...

বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ জারি, পদ্মাপারে যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ( ICC T20 World Cup)। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই শুরু...

দেশের জ্বালানি ক্ষেত্রের অগ্রগতি আন্তর্জাতিক মডেল হিসেবে IEW-এ তুলে ধরবে ভারত

আন্তর্জাতিক মডেল হিসেবে ভারতের (INDIA) জ্বালানি ক্ষেত্রে অগ্রগতি তুলে ধরবে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬। বছরের প্রথম আন্তর্জাতিক এনার্জি...