Friday, January 16, 2026

সিপিএম-এর হার্মাদরাই বিজেপির জল্লাদ, শুধু জার্সি বদলেছে: মেদিনীপুরে তীব্র আক্রমণ অভিষেকের, বাঁধলেন টার্গেট

Date:

Share post:

“বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের (CPIM) হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।“ শুক্রবার, মেদিনীপুরের সভা থেকে এক তিরে বাম-বিজেপি (BJP)-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের কর্মী-সমর্থকদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বার্তা, “১৫-০ তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হার্মাদ রয়েছে, সব ক’টাকে বিদায় দিতে হবে।“

এদিন বক্তব্যের প্রথম থেকেই সিপিএম ও বিজেপি-তে একযোগে নিশানা করেন অভিষেক। বাম জমানার কুখ্যাত নেতাদের নাম ধরে আক্রমণ করেন তৃণমূলের সেনাপতি। তাঁর কথায়, “যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ করছে, ৩৪ বছর মানুষকে অত্যাচার করেছে, আজ তারা বিজেপির নেতা! বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।“ অভিষেক বলেন, “মেদিনীপুরে যদি কোনও বুথে, কোনও বিধানসভায় বিজেপির কোনও নেতা লিড পায়, তা হলে এই সিপিএমের হার্মাদগুলিকে অক্সিজেন দেওয়া হবে। এটা মাথায় রাখতে হবে।“

গেরুয়া শিবিরকে কটক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কী? নীচে সিপিএমের হার্মাদ আর উপরে বিজেপির গদ্দার, যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে। এই মেদিনীপুরের মাটিতে গত ২৫ বছরে কংগ্রেস, পরে তৃণমূলের কর্মীদের অত্যাচার করেছে। পুকুরে বিষ, ঘরবন্ধ, ঘরে আগুন লাগিয়ে দেওয়া। আমরা সে সব দেখেছি।“
আরও খবরSIR-এর নামে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা! বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর, শান্তিবজায় রাখার আবেদন

তৃণমূলের সেনাপতির অভিযোগ, “আজ বিজেপিতে কারা রয়েছে? শালবিতে দেবাশিস রায়, যে সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত। সে বিজেপির বুথ সভাপতি। কেশপুরে তন্ময় ঘোষ। সে সিপিএমের ব্লকের সভাপতি। এখন বিজেপির জেলা কমিটির মেম্বার। তন্ময় ঘোষের ভাই সুবীর ঘোষ, যে দাদাকে টপকে যায়। তড়িৎ খাটুয়া বেনাচাপড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এখন বিজেপি নেতা। মহাদেব প্রামাণিক সিপিএমের প্রাক্তন যুব নেতা, বেনাচাপড়া খুনের অন্যতম অভিযুক্ত, এখন বিজেপির কার্যকর্তা। চন্দ্রকোণায় সুকান্ত দলুই, ঘাটালের বিধায়ক নিজেই রয়েছে, শীতল কপাট। তাঁর বিরুদ্ধে একাধিক সন্ত্রাস, হত্যার এফআইআর হয়েছে। মেদিনীপুরের সুকুর আলি, নাম মনে আছে? তার ছেলে হাসরাফ আলি, মেদিনীপুর শহরের নেতা। গড়বেতার তপন ঘোষ, সুশান্তের ডান হাত এখন বিজেপিকে মদত দেয়। মেদিনীপুরে এই হল বিজেপির চেহারা।“

এর পরেই বিধানসভার টার্গেট বেঁধে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “যে মা-মাটি-মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছে এই জেলার মানুষ।  গত বিধানসভা ভোটে ১৫টির মধ্যে ১৩টি আসনে জিতিয়ে জয়যুক্ত করেছিলেন। খড়্গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে আমাদের প্রার্থী পরাজিত হন। এ বার অঙ্গীকার নিতে হবে, ১২-৩ নয়। ১৫-০ তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হার্মাদ রয়েছে, সব ক’টাকে বিদায় দিতে হবে।“

spot_img

Related articles

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High...

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুনর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন...

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।...