Saturday, January 17, 2026

“অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে কাজ করতে দিন”, কাদের বললেন দেব

Date:

Share post:

‘দেশু’ (DeSu) জুটির আগামী সিনেমাতে কি সত্যিই কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? গত দুদিন ধরে চলতে থাকা জল্পনায় জল ঢেলে বড় মন্তব্য করলেন অভিনেতার দেব (Dev)। শুক্রবার ট্রেনিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, অনির্বাণের সঙ্গে তাঁর কাজ করা নিয়ে নিয়ে যে খবর ছড়িয়েছে সেটা ফেক নিউজ। তবে ‘রঘু ডাকাতের’ খলনায়কের হয়ে তিনি ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নেন! প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে রাজি দেব (Dev)।

টলিউড অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে। গত বছর থেকেই সিনেপাড়ায় কাজ কমেছে তাঁর। অনির্বাণ যদিও এই মুহূর্তে তাঁর গানের দল নিয়ে ব্যস্ত, কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন তাঁকে কেউ সিনেমাতে ডাকছেন না। আপাতত গানেই মনোনিবেশ করছেন তিনি। তাহলে কি টেকনিশিয়ানদের সঙ্গে ঝামেলার কারণেই অঘোষিত নিষেধাজ্ঞার শিকার তিনি? এ প্রশ্ন ছিলই। অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি। তবে এবার দেবের (Dev) মন্তব্যে যেন গোটা বিষয়টিতে সিলমোহর পড়ে গেল। সাংসদ -অভিনেতা অবশ্য জানিয়েছেন, অনির্বাণের মতো অভিনেতার কাজ করা খুব প্রয়োজন। ‘প্রজাপতি’ অভিনেতা বলেন, “ও খুবই ভালো অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। তবে আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারে.শন ও অবশ্যই তার সঙ্গে স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) অনুরোধ করব দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয় তাহলে আমি ওর হয়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য।”

স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের দূরত্ব নিয়ে যে কানাঘুষো চলছিল সেই প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, , “বাংলা ছবির ক্যালেন্ডার হবে কি না, স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নেবে। দেবের ক্যালেন্ডার দেব বলে দিয়েছে।” অর্থাৎ এটা এক প্রকার পরিষ্কার হয়ে গেল যে দেব (Dev )তাঁর ছবি কবে ছবি রিলিজ করবেন সেই বিষয় তিনি কোনও আপোষ করতে রাজি নন।

 

spot_img

Related articles

গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)।...

বিজেপির লেটারহেডেই ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে! সত্যতা যাচাইয়ের দাবি কুণালের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে যথেচ্ছ ফর্ম-৭ জমা দিচ্ছে বিজেপির স্থানীয় নেতারা। নির্বাচন কমিশন বিরোধী দলনেতার এক...

কিউইদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে মহাকালেশ্বর মন্দিরে কোহলি 

শিব দরবারে কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের (Ind vs NZ third ODI) আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে হাজির...

আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে...