স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বিশেষ বৈঠক করে ভোটের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। মাত্র ১৫ দিনেই কী সেই দায়িত্বে ‘অব্যহতি’ মিলল? ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বঙ্গ সফরে সেই প্রশ্ন দিলীপ ঘোষকে নিয়ে। দুটির সভার (PM meeting) কোথাও ডাক পেলেন না দিলীপ।

শনিবার রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারিতে নরেন্দ্র মোদি। শনিবার সভা মালদহে। কিন্তু দিলীপ ঘোষ রইলেন কলকাতায়। প্রশ্ন করলে সেই একই উত্তর – সব নেতারা যান না সব জায়গায়। দল যেখানে যাকে মনে করবে সে সেখানে যাবে। কিন্তু উত্তর দিতে গিয়ে গলা ভারী। চোখ সরিয়ে নিলেন সাংবাদিকদের থেকে। প্রতিক্রিয়াতেই স্পষ্ট, অভিমানী দিলীপ।

ডিসেম্বরে নরেন্দ্র মোদি বিধানসভা নির্বাচন আবহে প্রথম বাংলায় আসা শুরু করলে তখন ডাক পাননি দিলীপ ঘোষ। ২০২৫-এর শুরুতে সেই অভিমান ভোলাতে দিলীপ ঘোষকে ডেকে আলাদা বৈঠক করেন শাহ (Amit Shah)। তার পর থেকেই সক্রিয় হন দিলীপ। রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তাঁকে পাশে বসিয়ে একাধিক জায়গায় সভা করেছেন। যার প্রবল প্রতিক্রিয়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখাও গিয়েছে। অথচ ফের বাদের দলে দিলীপ।
আরও পড়ুন : টাটার সঙ্গে মোদির দেওয়া-নেওয়া কূট-নীতি! সিঙ্গুরের সভার আগে ফাঁস সাকেতের

এমনকি রবিবার সিঙ্গুরের সভাতেও (Modi meeting) ডাক পাননি দিলীপ ঘোষ। আরেক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখা গিয়েছে সিঙ্গুরে (Singur) জনসংযোগ করতে, সভার আগে। অথচ ডাক পাননি দিলীপ। দলের প্রতি সেখানেও অভিমান স্পষ্ট দিলীপের গলায়। জানালেন, এখনও জানি না। দল যাঁদের ডাকবে তারা যাবে।

–

–

–

–

–


