Saturday, January 17, 2026

জমে যাওয়া লেকের উপর অ্যাডভেঞ্চার: অরুণাচলে তলিয়ে গেল ২ পর্যটক

Date:

Share post:

বরফে জমে যাওয়া হ্রদের উপর অ্যাডভেঞ্চার করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখিন কেরালার একদল পর্যটক। প্রবল ঠাণ্ডায় অরুণাচলের সেলা হ্রদের উপরে বরফের আস্তরণ পড়ে গিয়েছে গত কয়েকদিন ধরেই। তবে বরফের নিয়মে সামান্য নিচেই গভীর সেলা হ্রদের (Sela lake) জল যে কোনও দুর্ঘটনার জন্য় অপেক্ষা করে। সেই হ্রদের বরফ ভেঙে জলে তলিয়ে গেলেন কেরলের দুই পর্যটক (tourists)। শুক্রবার দিনভর অনুসন্ধান করেও তলিয়ে যাওয়া (drowning death) দুজনের মধ্যে একজনের দেহ খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে উদ্ধার হয় সেই দেহ।

অরুণাচলের (Arunachal Pradesh) সেলা হ্রদের জল প্রতি বছরই এই সময়ে জমে যায় উপরের অংশে। ফলে প্রশাসনের তরফ থেকে হ্রদের উপর হাঁটা বা দৌড়নোর উপর নিষেধাজ্ঞা জারি থাকে। ঠিক সেভাবেই নিষেধাজ্ঞা জারি ছিল অরুণাচল প্রশাসনের তরফ থেকে। শুক্রবার সেখানে কেরল থেকে সাতজনের একটি দল সেলা হ্রদে ঘুরতে যায়। তারা নিষেধাজ্ঞা উড়িয়েই তারা হ্রদের উপর হাঁটাচলা ও খেলাধূলো শুরু করে।

সেই সময়েই এই বিপত্তি ঘটে। জমা বরফের একটি অংশ ভেঙে গিয়ে তিনজন বরফের আস্তরণের (frozen lake) নিচের জলে পড়ে যায়। একজন কোনও ক্রমে উপরে উঠে আসে। বাকি দুজন তলিয়ে যায় হ্রদের জলে। দ্রুত স্থানীয় প্রশাসনে ও ভারতীয় সেনা উদ্ধারের কাজ শুরু করে। তবে হ্রদের জলের তলায় উদ্ধারকাজ সাধারণত খুবই কঠিন হয়। তা সত্ত্বেও এসএসবি (SSB), কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের কাজ চালায় রাতের অন্ধকার নামা পর্যন্ত। উদ্ধার হয় একটি মৃতদেহ। পরে শনিবার সকালে ফের উদ্ধারকাজ শুরু হলে দুপুরের দিকে উদ্ধার হয় দ্বিতীয় ব্যক্তির দেহ।

আরও পড়ুন : গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

জানা গিয়েছে কেরলের পর্যটকদের দলটি শুক্রবার দুপুরে সেলার উপর নেমেছিল। শনিবার উদ্ধার হওয়া যুবকের নাম দিনু (২৬)। তাঁর দেহ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিমি দূরে উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে উদ্ধার হয় মহাদেব (২৪) নামে যুবকের দেহ। পর্যটকদের দলটি অসম হলে তাওয়াং যায়। সেখান থেকেই সেলা হ্রদে ঘুরতে গিয়ে দুঃসাহসিকতার জন্য প্রাণ গেল দুজনের।

spot_img

Related articles

সংবিধান-গণতন্ত্র ধ্বংসের থেকে বাঁচান: বিচারপতিদের আর্জি, আইনমন্ত্রীর সামনেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

"এখানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধানও বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা উপস্থিত রয়েছেন। তাঁদের হাত জোড় করে বলছি, দেশে...

মুর্শিদাবাদের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরি রাজ্যের: জানালেন অভিষেক, চালু পরিযায়ী শ্রমিকদের হেল্প লাইন

ঝাড়খণ্ডে মৃত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে রাজ্য সরকার। শুক্রবার, বহরমপুর থেকে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা অভিষেকের! মুর্শিদাবাদে টার্গেট ২২-০

বহরমপুরে জনসমুদ্রে ভেসে রোড-শো করে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী তুলোধনা করলেন তৃণমূলের (TMC)...

SIR-এ থাকবে মতুয়াদের ভোটাধিকার? এবারেও সংশয় কাটল না মোদির ভাষণে, কটাক্ষ তৃণমূলের

নদিয়ার তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে মেলেনি। রাজ্যে এসআইআর পরিস্থিতি পর্যায়ে প্রথমবার জনসভায় তেমন কোনও ইঙ্গিত মেলার অপেক্ষা করেছিলেন...