Saturday, January 17, 2026

SIR ইস্যুতে চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয়! কমিশনকে চিঠি রাজ্যের 

Date:

Share post:

এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধন ঘিরে অনিয়মের অভিযোগে রাজ্যের চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতামত নিয়েই স্বরাষ্ট্র দফতর এই চিঠি পাঠিয়েছে।

কমিশনের নির্দেশে যাঁদের বিরুদ্ধে এফআইআর করার কথা ছিল, তাঁরা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার দেবোত্তম দত্ত চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট ইআরও তথাগত মণ্ডল এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও অ্যাসিস্ট্যান্ট ইআরও সুদীপ্ত দাস। গত অগস্ট মাসে প্রথম তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পরে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ফৌজদারি মামলার সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার।

এই ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজিরা দিতে হয়েছিল তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে। এক সপ্তাহ আগে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের চিঠি দিয়ে কমিশন জানতে চেয়েছিল, কেন এখনও এফআইআর দায়ের হয়নি। সেই প্রেক্ষিতেই এবার কমিশনের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে রাজ্যের তরফে চিঠি পাঠানো হল। চিঠিতে রাজ্য সরকারের দাবি, সংশ্লিষ্ট অভিযোগগুলি প্রশাসনিক ত্রুটির মধ্যে পড়ে। সেই কারণে এফআইআর দায়ের করা হলে তা ‘লঘুপাপে গুরুদণ্ড’ দেওয়ার শামিল হবে।

আরও পড়ুন – অভিষেকের রোড-শো-তে জনসমুদ্র, আবেগে ভাসল বহরমপুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কসবার বিশ্বাসপাড়ায় বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

খাস কলকাতাতেই ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কসবার বিশ্বাসপাড়ায় একটি বাড়ির নীচের ঘরে শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ হয়।...

বেলডাঙায় অশান্তির ঘটনায় গ্রেফতার ৩০! সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা পুলিশ সুপারের 

বেলডাঙায় তাণ্ডবের ঘটনার পর এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই...

ভিড়ের মাঝেই অসুস্থ কর্মী! অভিভাবকের মতো আগলালেন অভিষেক

সভায় ঝাঁঝাঁলো ভাষণের মাঝে এক অনুগামীর অসুস্থতা চোখ এড়ায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিভাবকের মতোই তাঁকে আগলালেন। বহরমপুরের মঞ্চে তখন...

ভুল না পরিকল্পিত! কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পরালেন না মুখ্যমন্ত্রী

মণীশ কীর্তনীয়া বাংলার প্রতি এতটুকু অপমান তিনি কোনোদিন মেনে নেননি আর কখনও নেবেনও না। শনিবার ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...