Sunday, January 18, 2026

বেলডাঙায় অশান্তির ঘটনায় গ্রেফতার ৩০! সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা পুলিশ সুপারের 

Date:

Share post:

বেলডাঙায় তাণ্ডবের ঘটনার পর এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি আশ্বস্ত করেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সুপার জানান, সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, ওই ঘটনায় ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে চারজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পাশাপাশি আরও ৩০ জনকে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের প্রত্যেককেই ভিডিয়োর মাধ্যমে চিহ্নিত করে আদালতে তোলা হবে। অভিযুক্তদের শনাক্তকরণের কাজ তদন্তকারী আধিকারিকেরা চালিয়ে যাচ্ছেন।

এখনও পর্যন্ত অভিযুক্তদের কোনও রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার। নিহত পরিযায়ী শ্রমিকের মৃত্যুর তদন্তে একটি বিশেষ টিম ঝাড়খণ্ডে পাঠানো হয়েছে। ওই মৃত্যুকে কেন্দ্র করেই শুক্রবারের পর শনিবারও বেলডাঙা জুড়ে উত্তেজনা ছড়ায়।

কুমার সানি রাজের মতে, শনিবারের বিক্ষোভ মূলত অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছিল। সেই কারণেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শনিবার ফের বড়ুয়া মোড়ে কয়েকশো মানুষ জমায়েত হলে নতুন করে অশান্তি শুরু হয়।

সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার সাংবাদিকদের সতর্ক থাকার বার্তাও দেন। তিনি বলেন, বেলডাঙার ঘটনায় সাংবাদিক আক্রান্ত হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিযায়ী শ্রমিকদের আবেগের কথা তুলে ধরে তিনি অনুরোধ করেন, সংবেদনশীল এলাকায় সংবাদ সংগ্রহের সময় যেন সাংবাদিকেরা সতর্ক থাকেন এবং কোনও উস্কানিমূলক প্রশ্ন বা মন্তব্য থেকে বিরত থাকেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন – ভিড়ের মাঝেই অসুস্থ কর্মী! অভিভাবকের মতো আগলালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...

ডাকটিকিটে দেব! আবেগে আপ্লুত অনুরাগীরা

সাংসদ-অভিনেতা দেবের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিশেষ ডাকটিকিটে স্থান পেল ঘাটালের...