বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। দলের নেতা কর্মীদের প্রত্যাশা পূরণ করতে না পারা বিজেপি যে ধার করা কর্মী সমর্থক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেখানোর জন্য সিঙ্গুরের (Singur) মাঠ ভরাট করেছিল, তা প্রমাণ হয়ে গেল মোদিকে মঞ্চে অভ্যর্থনা জানাতে গিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় ক্যাম্পের (Sebaashray) প্রচারের গান বেজে উঠল।

একদিকে বিজেপির নেতারা বারবার দাবি করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র ও পরে নন্দীগ্রাম এলাকার মানুষের পাশে স্বাস্থ্য পরিষেবা নিয়ে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছেন, তা তাঁরা মানেন না। বিরোধী দলনেতা নতুন করে নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির করে নিজের মুখের কথাই মিথ্যে প্রমাণ করে দিয়েছেন। এবার বিজেপির তৈরি করা আদর্শ যে বিজেপির কর্মী, সমর্থকরাই মানে না, তা স্পষ্ট হয়ে গেল সিঙ্গুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চ থেকে।

আরও পড়ুন: পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের
দলীয় কর্মসূচির মঞ্চে যখন নরেন্দ্র মোদি (Narendra Modi) উঠছিলেন সেই সময় হঠাৎই তাদের মঞ্চে বেজে ওঠে সেবাশ্রয়-২ এর (Sebaashray-2) গান। ভুল বুঝে কয়েক সেকেন্ডেই তা থামিয়ে দেওয়া হয়। তবে স্পষ্ট হয়ে যায়, যে লোকেদের একদিনের জন্য জোগাড় করে সভা ভরাতে নিয়ে এসেছে বিজেপির রাজ্য নেতারা, তারা আসলে তৃণমূলের বিশ্বাসকেই লালন পালন করেন।

–

–

–

–

–

–


