Monday, January 19, 2026

হিন্দিতে কথা না বলার শাস্তি! ছত্তিশগড়ে ৩ বাঙালি ছাত্রকে নামিয়ে দেওয়া হল ট্রেন থেকে

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতন অব্যাহত। বেছে বেছে বাঙালি-অত্যাচার কেন? এই প্রশ্নের জবাব এখনও মেলেনি। এবার বাংলা বলার অভিযোগে ছত্তিশগড়ের(chhattisgarh) একটি স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল ৩ বাঙালি পড়ুয়াকে। অভিযোগ, পশ্চিমবঙ্গের তিন কিশোর পুলিশি জিজ্ঞাসাবাদের সময় হিন্দিতে কথা বলতে না পারায় তাদের আটক করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।

পূর্ব বর্ধ্মানের কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের ঝামটপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা দিনমজুর দম্পতি পূর্ণচন্দ্র দাস ও সুখীদেবীর একমাত্র পুত্র কার্তিক দাস (১৬)। সে বহরান জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ওই পাড়ার আরও দুই কিশোর রাকেশ দাস ও রতন দাস রোজগারের উদ্দেশ্যে গুজরাতের সুরাটে যাচ্ছিল। শুক্রবার বাড়ি থেকে বের হয়েছিল সুরাটের একটি পাউরুটি কারখানায় কাজে যোগ দিত।

রাকেশও কার্তিকের সঙ্গে একই স্কুলে লেখাপড়া করত। মোট ৯ জন যাচ্ছিল সুরাটে। রাকেশের বাবা বাণেশ্বর দাস বলেন, “আমার ছেলে-সহ তিনজন দেড় মাস আগে সুরাটে গিয়েছিল। দু’সপ্তাহ আগে বাড়ি আসে। এরপর আবার একটি দল কাজে যাচ্ছিল। ওই দলে মুর্শিদাবাদের দুটি ছেলেও রয়েছে। শনিবার সন্ধেয় ফোন করে জানানো হয় ছত্তিশগড়ের(chhattisgarh) একটি স্টেশনে তিনজনকে নামানোর পর রায়পুরে রেলপুলিশ আটক করে।”

কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চালানো হচ্ছে। প্রশাসনিক স্তরে কথা বলছি। ওদের নিরাপদে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার কথা বলেছি।”দিনের পর দিন বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, ছত্তিশগড়, গুজরাত-সহ দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্ত-নির্যাতিত বাঙালিরা। প্রতিবাদ চলছে। তারপরেও বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে।

spot_img

Related articles

SIR শুনানি আতঙ্কে সুইসাইড নোট লিখে আত্মঘাতী: চার মৃত্যু রাজ্যে

শুনানির নামে যে হয়রানি চালাচ্ছে নির্বাচন কমিশন, তাতে কমিশনের আসল খেলা প্রকাশ্যে এসে গিয়েছে অনেক আগেই। কিন্তু যেভাবে...

নাবালিকাকে নির্যাতন CRPF কনস্টেবলের, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রক্ত: কটাক্ষ তৃণমূলের

সিআরপিএফ ক্যাম্পে নাবালিকা নির্যাতন! ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার এক সিআরপিএফ ক্যাম্পে। যেখানে এক ১০ বছরের নাবালিকার (Minor girl...

T20 WC: বাংলাদেশকে পাল্টা চাপে ফেলল আইসিসি, খেলতে তৈরি বিকল্প দেশও

টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। এরমধ্যে কূটনৈতিক বিষয়কে ক্রিকেট মাঠের মধ্যে...

বেহালায় ফ্ল্যাট থেকে উদ্ধার দূরদর্শনের সঙ্গীতশিল্পীর রক্তাক্ত দেহ

বেহালার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। সোমবার সকালে তাঁদের ঘর থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ (Behala...