Monday, January 19, 2026

বিজেপি-র SIR-খেলা শেষ, কোর্টে হারালাম এপ্রিলে ভোটে হারাব: সুপ্রিম নির্দেশ নিয়ে হুঙ্কার অভিষেক

Date:

Share post:

বিজেপি-র SIR-খেলা শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সোমবার, বারাসতে রণ সংকল্প সভা থেকে হুঙ্কার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনই শীর্ষ আদালত (Supreme Court) নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলেও প্রকাশ করতে হবে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ১.৩৬ কোটি মানুষের তালিকা। শুনানি প্রক্রিয়ায় জমা দেওয়া তথ্যের রসিদ দিতে হবে। থাকতে পারবেন বিএলএ। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবিই মান্যতা পেয়েছে এই নির্দেশে। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, এখন কোর্টে হারালাম, এবার ভোটে হারাব। উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের ৩৩-০ টার্গেট বাঁধলেন তৃণমূল সেনাপতি।
আরও খবরপঞ্চায়েত থেকে ওয়ার্ড অফিসে লজিকাল ডিসক্রিপেন্সি তালিকা টাঙান: কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিজেপি তথা নির্বাচন কমিশনকে আক্রণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, লজিক্যাল ডিসক্রেপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। দু’গালে কষিয়ে থাপ্পর মেরেছে সর্বোচ্চ আদালত।” অভিষেক বলেন, “এটাই তো আমরা চেয়েছিলাম। বিজেপি চেয়েছিল, যাঁরা ওদের ভোট দেয় না, তাঁদের ওরা জব্দ করবে। তাই ১ কোটি নাম বাদ দিতে চেয়েছিল কমিশন-মোদি সরকার। আদালতের নির্দেশে ওদের সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গেল।”

সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করে অভিষেক বলেন, “কার ক্ষমতা বেশি মোদীজি? ১০ কোটি মানুষের নাকি আপনাদের গায়ের জোরের? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব- তৈরি থাকো।”

এদিন সভার প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে চড়া সুরে আক্রমম করে তৃণমূলের সেনাপতি। তাঁর কথায়, “বাংলার মানুষ বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদন্ড বিক্রি করতে জানে না! ভোট বাক্সেই মানুষ এর জবাব দেবে।”

সভা থেকে ছাব্বিশের ভোটের টার্গেট বেঁধে দেন অভিষেক। বলেন, উত্তর চব্বিশ পরগনায় ৩৩-০ করতে হবে। তাঁর কথায়, “ছাব্বিশের ভোটে তৃণমূল আড়াইশোর বেশি আসনে জিতবে, আর বিজেপিকে ৫০ এর নীচে নামাবই নামাব। যাঁরা আমাদের টাইট করতে চেয়েছিল, বাংলার মানুষই তাঁদের টাইট করে দেবে এবারের ভোটে।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বলেন, ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ১ কোটি ৩৬ লক্ষ মানুষের কাছে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র নোটিস ধরিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। এই দু’মাসে প্রায় ৯২ জন মানুষ এসআইআর এর ভয়ে প্রাণ দিয়েছেন। এরই প্রতিবাদে আমরা আদালতে গিয়েছিলাম। বলেছিলাম, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র তালিকা প্রকাশ করা হোক। আদালত তৃণমূলের সেই দাবিকে মান্যতা দিয়েছে।

এর পরে টার্গেট বেঁধে তৃণমূলের সেনাপতি বলেন, “বলছে বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলা মানেই বাংলাদেশি ভাষা। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কবিতা লিখতেন? যাঁরা আমাদের ভাষাকে অপমান করে তাঁদের জবাব দিতে হবে। ৩৩-০ তৃণমূলের পক্ষে করতে হবে। সব জায়গায় জোড়াফুল ফোটাতে হবে। ভোটবাক্স খুললে যেন বিজেপি নেতারা চোখে সর্ষে ফুল দেখে। এটা বিজেপিকে হারানোর নির্বাচন। বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন।“

এদিন ফের বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “ভোটের সময় বিজেপি টাকা ছড়াবে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। আমি আপনাদের অনুরোধ করব, হাতজোড় করে টাকা নিয়ে নেবেন। এটা বাংলারই টাকা। টাকাটা নিয়ে বিজেপিকে আশ্বস্ত করে বলবেন-ভোটটা দেব। তারপর যেভাবে লাইনে দাঁড়িয়ে নোটবন্দি, এসআইআর এর নামে আপনাদের মোদি সরকার বিধ্বস্ত করেছে সেই ভাবে ওদেরকে জবাব দেবেন।”

spot_img

Related articles

জামিনই প্রাপ্য, ব্যতিক্রম নয়: উমর-সারজিলের জামিনের পক্ষে প্রাক্তন প্রধান বিচারপতি

যে কোনও বিচারের ক্ষেত্রে জামিন আইনসঙ্গত পথ, কোনও ব্যতিক্রম নয়। বরাবর দেশের প্রধান বিচারপতির পদে থাকাকালীন এই বক্তব্যকে...

SIR শুনানিতে হাজির হলেন মোহনবাগান সচিব, জমা পড়ল টুটু বোসের নথিপত্র

সমাজের বিশিষ্টজনদের মতোই এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন মোহনবাগান(Mohun Bagan) ক্লাবের সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose) এবং প্রাক্তন সভাপতি...

নন্দীগ্রামে ‘আদি’র বাধায় বন্ধ ‘নব্য’ বিজেপির প্রচার! ভিডিও পোস্ট করে কটাক্ষ কুণালের

নন্দীগ্রামে (Nandiagram) সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির (BJP)। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের...

মুম্বইয়ে হবে বিজেপির মেয়র! ভোটে জিতেও পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপারেশন লোটাস

যাবতীয় কারচুপি করে বিধানসভার পরে পৌরসভা নির্বাচনে বিরোধীদের পরাস্ত করেছে মহাযুতি জোট। কিন্তু এত কিছুর পরেও বিজেপির বাণিজ্য...