Tuesday, January 20, 2026

প্রাক্তনের সঙ্গে খুনসুটিতেই হিট সিনেমা! টলিউডি ট্রেন্ড ‘দেশু’ লাইভ-এ!

Date:

Share post:

দুই মন অনেক আগেই দুপথে পাড়ি দিয়েছে, বেছে নিয়েছে আলাদা আলাদা সঙ্গী। তবু তাঁদের একসঙ্গে আসা মানেই অনুরাগীদের উন্মাদনার পারদ ছাপিয়ে যাচ্ছে সব গ্রাফ। সোমবার দুপুরে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) প্রথমবার একসঙ্গে ফেসবুক লাইভে এসে কিছু মুহূর্ত শেয়ার করার পর থেকেই উত্তেজনায় কাঁপছে ‘দেশু’ ফ্যানেরা। প্রায় একযুগ আগে ব্রেক আপ হয়ে যাওয়া দুই প্রেমিক মন আজ পাশাপাশি বসে একে অন্যের সঙ্গে খুনসুটি করছে, কথায় কথায় ফিরে আসছে অতীতের মিষ্টি স্মৃতি। ব্যাস, আর কী চাই। এইটুকুই তো দাবি ছিল অনুরাগীদের। দর্শকের পালস বুঝে সেই কাজটি নিখুঁতভাবে করে ফেললেন টলিউডের দুই পেশাদার অভিনেতা। ফল মিলল হাতেনাতে। ভারতীয় বিনোদন জগতের ইতিহাসে প্রথমবার টাইটেল, স্টোরিলাইন, গানের ঝলক কিচ্ছু না দেখে শুধুই প্রিয় প্রাক্তন জুটির রোম্যান্স ফিরে পাওয়ার আবেগে আগামী ১৬ অক্টোবরের সকাল সাড়ে সাতটার প্রথম শোয়ের অগ্রিম টিকিট প্রায় হাউসফুল!

দেব – শুভশ্রী (DeSu) মানে একটা প্রজন্মের আবেগ, সেটা তাঁরা দুজনেই জানেন। তবে যেভাবে সিনেমার একটা ঘোষণা থেকে দর্শকের চাহিদা বেড়েছে তাতে এটাকেই যে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করবেন ‘ধূমকেতু’ (Dhumketu ) অভিনেতা, সেটা মনে করেছিল ইন্ডাস্ট্রির একাংশ। স্ক্রিনিং কমিটির সঙ্গে সমস্যা আর সিনেমা রিলিজের দ্বন্দ্বের মাঝে ‘নট সো ইনোসেন্ট ফেস’ শুভশ্রীর সঙ্গে প্রায় ৩৭ মিনিটের বেশি সময় ধরে আড্ডা দিলেন দেব (Dev)। জিজ্ঞেস করলেন, লেডি সুপারস্টার এখনও রান্না করেন কিনা। তাহলে কি একসময়ে নায়িকার হাতের রান্না আজও মনে রেখেছেন অভিনেতা? শুভশ্রী আবার প্রাক্তনের সঙ্গে শুটিং মূহুর্ত দিন -সময় ধরে গড়গড়িয়ে বলে গেলেন। ঠিক যখন দর্শক ভাবতে শুরু করেছেন, কিছুই কি নেই বাকি আর? তখন দুজনের অকপট মন্তব্য, অতীতকে পেছনে ফেলে আমরা এগোতে পেরেছি বলেই আজ এভাবে কথা বলতে পারছি। পাশাপাশি নিজেদের পার্টনারদের ব্যাপারেও যে তাঁরা কতটা সংবেদনশীল সেকথাও জানাতে ভুললেন না। করজোড়ে অনুরোধ করলেন যেন রাজ – রুক্মিণীকে (Raj Chakraborty and Rukmini Maitra) আক্রমণ না করা হয়।

গোটা ফেসবুক লাইভ জুড়ে যেভাবে দেশু একে অন্যের সঙ্গে খুনসুটি করলেন, চোখে চোখ রেখে সতীর্থকে সমর্থন জানালেন সেই দৃশ্য বারবার ফিরিয়ে দিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্তর বিচ্ছেদের বারো বছর পর ‘প্রাক্তন’ সিনেমার জন্য কাছাকাছি আসার কথা। যেন ‘কিছুই হয়নি’বা ‘যা হয়েছে সেগুলো আমাদের অতীত’ এই মেসেজ ছড়িয়ে দেওয়ার ফল, যে বক্স অফিসে সাফল্য, সেটা দুই মহাতারকা জানতেন। আর সেই পুরোনো রেসিপিতেই আস্থা রাখছেন দেব – শুভশ্রীও। ‘ধূমকেতু ‘ রোম্যান্স দর্শকের মন ভরাতে পারেনি তাই যতই লাভের অঙ্ক নিয়ে প্রমোশন হোক না কেন, দুই প্রযোজক ভালো করেই জানেন বক্স অফিসে সিনেমা খুব বেশি চলেনি। তাই ফেবু লাইভে এসে সেই প্রসঙ্গ তুলে ধরলেন যুগলে। জানালেন, এবারের ছবি হবে রোম্যান্টিক, অ্যাকশন আর থ্রিলারে ভরপুর। গান।হবে মনে রাখার মতো। সবটাই থিওরিটিক্যাল, কারণ সিনেমা এখনও ফ্লোরে যায়নি। তবে পয়লা বৈশাখ আরও এক লাইভে দেশু-৭ এর (DeSu 7) অফিসিয়াল নাম ঘোষণা ও বিস্তারিত নিয়ে আসবেন এই জুটি। ততদিন বাড়তে থাকুক উন্মাদনার পারদ আর টিকিট বিক্রির পরিমাণ। সত্যি কীভাবে ব্যবসা করতে হয় জানেন বটে সুপারস্টার দেব (Dev)।

spot_img

Related articles

বঙ্গ বিজেপিতে ব্যালান্সের খেলা শমিকের: নতুনদের মাথায় ইনচার্জ লকেট-সৌমিত্ররা

আদি নব্য দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপিকে নতুন দিশা দেখানোর চেষ্টা রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের। রাজ্যের বিভিন্ন সংগঠনের সভাপতি...

খেলছেন শুধু ওডিআইতে, বেতন কমছে বিরাট-রোহিতের!

টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা(Virat Kohli-Rohit Sharma)। বর্তমানে ভারতের হয়ে শুধু...

হাজারের বেশি মাদ্রাসার সরকারি স্বীকৃতি, জেলাস্তরে চলছে যোগ্যতা যাচাই

এক হাজারেরও বেশি অনুদানহীন মাদ্রাসাকে (Madrasa Education) স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার (Nabanna)। নতুন স্বীকৃত এই মাদ্রাসাগুলিতে কর্মরত শিক্ষক...

রাজ্য চাইলে বেলডাঙায় CAPF মোতায়েন, নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় এবার কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? সোমবার দায়ের হওয়া দুই জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার আদালত...