বুধবার প্রকাশিত হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা (Final merit list for recruitment of teachers for class XI and XII)। এদিন বিকেলের পর কিংবা সন্ধ্যা নাগাদ এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। রাজ্যে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি, পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। চাকরিহারাদের মধ্যে কজন এই মেধা তালিকায় নাম তুলতে পারলেন তা জানার আগ্রহ রাজনৈতিক মহলের।

গত ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করতে চেয়েছিল এসএসসি (SSC)। কিন্তু একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নিয়েছে কমিশন। সেই কারণেই চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময়সীমা পিছিয়ে যায়। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে কাউন্সেলিং যেখানে পছন্দের ভিত্তিতে স্কুল বেছে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। ফেব্রুয়ারিতেই এই শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–


