গত দশ বছরে এমন হয়নি। আমেরিকান (American) বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া (Indian Student) ভর্তির হার কমল ৭৫ শতাংশ। তার কারণ, ভিসার (Visa) আবেদন আগের তুলনায় বেশি খারিজ হওয়া, ইন্টারভিউয়ের স্লট একেবারেই না পাওয়া, আবেদনকারী ছাত্রছাত্রীদের হতাশা, উদ্বেগ বেড়ে যাওয়া। আগস্ট মাস থেকে অক্টোবরের মধ্যে মার্কিন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তির ভরা মরশুম থাকে। কিন্তু এবার এই সময়কালের মধ্যে ছাত্রছাত্রীদের নথিভুক্তিকরণ হু হু করে হ্রাস পেয়েছে।

ভারতীয় পড়ুয়াদের (Indian Student) খারাপ সময়ের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জমানা। মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রথম বছরেই হাজার হাজার ভারতীয় পড়ুয়ার দেখা স্বপ্নে ধাক্কা। সেদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া ভর্তি বা এনরোলমেন্ট প্রায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে।
আরও খবর: মহাকাশ গবেষণায় কেটেছে ২৭ বছর, এবার নাসা থেকে অবসর সুনীতার

ভিসার আবেদনপত্র স্ক্রুটিনিতে ব্যাপক কড়াকড়ি। ইন্টারভিউয়ের স্লট ক্রমশ কমেছে। যাতে সেরা সেরা মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা থেকে পিছিয়ে এসেছেন দারুণ ফল করা পড়ুয়ারা। ভিসার আবেদন বাতিলের ভয় এতটাই তীব্র যে, অনেক ছাত্রছাত্রীরা শুধুমাত্র অপেক্ষা করা শ্রেয় বলেই মনে করছেন।

–

–

–

–

–

–



